স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর একে একে ব্যর্থ হয়েছেন ডেভিড ময়েস ও লুইস ভ্যান গাল। মনে করা হচ্ছিল- বর্তমান সময়ের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোর হাত ধরে সুসময় ফিরে পাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এ ক্লাবটি। জ্লাতান ইবরাহিমোভিচ, পল পগবার মতো খেলোয়াড়কে রেকর্ড পরিমাণ অর্থে দলে ভেড়ায় তারা। কিন্তু এ যেন পর্বতের মুষিক প্রসব। কিছুই হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লীগে পাশাপাশি ইউরোপা লীগেও তাদের ব্যর্থতা জারি। প্রিমিয়ার লীগে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর সর্বশেষ তারা ইউরোপা লীগে শিকার হলো তুরস্কের ক্লাব ফেনেরবাচের কাছে। হারলো ২-১ গোলে। ম্যানইউ এদিন ২-০ ব্যবধানে হারতে যাচ্ছিল। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট কয়েক আগে লজ্জা কিছুটা কমান ওয়েইন রুনি। ম্যানইউ’র হারে ফের আগুন- কোচ হোসে মরিনহো। নিজ দলের খেলোয়াড়দের ধুয়ে দিলেন তিনি। বলেন, ফুটবল শুধু কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় দলে থাকা নয়। বরং ফুটবলে থাকতে হয়- খেলোয়াড়দের প্রচেষ্টা, একাগ্রতা এবং প্রতিশ্রুতি। নিজের সেরাটা দিয়ে খেলতে হয়। একাগ্র মনে আপনাকে পুরো ৯০ মিনিট খেলতে হবে।’ মরিনহো আরো বলেন, ‘তাদের (ফেনেরবাচ) এবং আমাদের মধ্যে এদিন স্পষ্ট পার্থক্য দেখা গেছে। তাদের খেলা দেখে মনে হলো, চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলছে। আমাদের খেলোয়াড়দের ভাব দেখে মনে হলো, গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচ খেলছে। এই মানসিকতা-ই শুরুতে দুই দলের পার্থক্য গড়ে দেয়।’ নিজ দলের খেলোয়াড়দের ওপর বিরক্ত মরিনহো আরো বলেন, ‘এই দলটির কাছ থেকে প্রত্যাশিত খেলা পেতে আরো দুই বছর সময় লাগবে। এই খেলোয়াড় নিয়ে আগামী তিন বছরেও লীগের শিরোপা জেতা সম্ভব নয়।’ ফেনেরবাচের মাঠে এদিন ম্যাচে ৬৫ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার মাথার ওপর দিয়ে চিপ করে গোলটি করেন স্ট্রাইকার মুসা শো। আর ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি লিনস। এই হারে ইউরোপা লীগে গ্রুপপর্বের ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার দলের টেবিলে তৃতীয় স্থানে ম্যানইউ। আর সমান ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে তুরস্কের ফেনেরবাচ ও নেদারল্যান্ডসের ফেইনুর্দ। প্রথম লেগে ফেনেরবাচকে ওল্ড ট্র্যাফোর্ডে ৪-১ গোলে উড়িয়ে দেয় ম্যানইউ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ৪ ম্যাচ জয়হীন থেকে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে ম্যানইউ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.