জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি সর্বসম্মতিক্রমে আইসিএসসি সদস্য নির্বাচিত হন।
জাতিসংঘে বাংলাদেশ মিশন এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক এ সংস্থার কমিটিতে ড. ফরাসউদ্দিনসহ ১৫ সদস্য থাকবেন। চার বছর মেয়াদি এ কমিটি ২০১৭ সালে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবে।
জাতিসংঘের অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে থাকে আইসিএসসি।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন। ড. ফরাসউদ্দিনের জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুরে। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন। তিনি বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.