নিখোঁজ হওয়ার ২৪ দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলেনি এক প্রবাসীর স্ত্রীর। স্বজনরা কোথাও খুঁজে পায়নি তাকে। মায়ের অনুপস্থিতিতে তিন বছরের শিশু সন্তান সারাক্ষণ মা মা বলে চিৎকার করে কাঁদছে। এদিকে স্বামী বেচারা প্রবাস থেকে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট করে অপেক্ষার প্রহর গুনছে। নিখোঁজ গৃহবধূ জুড়ী উপজেলা ৩নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত হাছন আলী মৃন্সির ছেলে দুবাই প্রবাসী আওয়াল মিয়ার স্ত্রী। আওয়াল মিয়ার ভাই গ্রাম পুলিশ মুজিব মিয়া জানান, গত কোরবানির ঈদ উপলক্ষে তার ভাইয়ের স্ত্রী কলি বেগম (২৪) ছেলে রোহানকে নিয়ে তার বাড়ি থেকে বেড়াতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামে বাবার বাড়িতে যায়। গত ১৩ই অক্টোবর পিত্রালয় থেকে ডাক্তার দেখানোর কথা বলে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিখোঁজ কলি বেগম। এরপর থেকে তার মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে বলে তিনি জানান। নিখোঁজের ১১ দিন পর গত ২৩শে অক্টোবর কলি বেগমের ভাই শামছুল বড়লেখা থানায় তার বোন নিখোঁজ হয়েছে মর্মে একটি জিডি (নং ৯১৫) দায়ের করেন। এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন পরকীয়ার টানে স্বেচ্ছায় ঘর ছেড়েছে কলি বেগম। কেউ বলছেন কোনো জঙ্গির প্রলোভনে পড়েছে। আবার কেউ বলছেন ব্যাংক থেকে স্বামীর পাঠানো টাকা তুলে আসার পথে অপহৃত হয়েছে। এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুর রহমান মানবজমিনকে বলেন, মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে অনুসন্ধান করা হচ্ছে। খোঁজ পেলে জানাবো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.