জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিস্টান ধর্মাবলম্বী গর্ভনরের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসলমানরা। বিক্ষোভকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন। জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে শুক্রবার মিছিল বের করেন ৫০ হাজারেরও বেশি মুসলিম।
তারা নগরীর ইসতিকলাল মসজিদ থেকে মিছিল বের করে প্রেসিডেন্টের প্রাসাদ পর্যন্ত যান। এ সময় তাদের বাধা দেয় ২০ হাজার পুলিশ। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধলে একজন বিক্ষোভকারী নিহত ও ১২ জন আহত হন
এ ঘটনার প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শনিবার তার পূর্ব নির্ধারিত অস্ট্রেলিয়া সফর বাতিল করলেন। তিনি পরিস্থিতি ঘোলাটে করার জন্য উইদোদো ‘রাজনৈতিক অভিনেতাদের’ দায়ী করেন।
তবে বিক্ষোভকালে হতাহতের ঘটনায় উইদোদো দুঃখ প্রকাশ করেন এবং দেশের জনগণকে রাজপথে শান্ত থাকার আহবান জানান।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ক্যানবেরা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া সফরটি স্থগিতের কথা জানায়।
উল্লেখ্য, গভর্নর বাসুকি জাহাজা পুরনামা জাতিগতভাবে চীনা খ্রিস্টান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত গভর্নর হচ্ছেন পুরনামা। তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে গভর্নর পুরনামা বলেছেন, ভোটারদের বিভ্রান্ত করার জন্য তার রাজনৈতিক প্রতিপক্ষ কোরআনের একটি আয়াতকে ব্যবহার করছে। এ ঘটনার পর পুরনামার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হলে তিনি এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু পুরনামার বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সেই অভিযোগের তদন্ত শুরু করেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.