অজেয় আর্সেনাল বনাম অপরাজিত টটেনহ্যাম
ম্যাচটির আবেগ-উত্তেজনার টের পাওয়া যায় আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কথায়ও। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, এটা ডার্বির চেয়েও বেশি কিছু। ইংলিশ প্রিমিয়ার লীগে আজ মুখোমুখি হচ্ছে উত্তর লন্ডনের দুই দল আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার। আর্সেনালের এমিরেটস মাঠে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। ম্যাচে ইতিবাচক ও নেতিবাচক দুই রেকর্ডের সামনে রয়েছেন দুই দলের কোচ। নিজ মাঠে টটেনহ্যামের বিপক্ষে উজ্জ্বল রেকর্ড গানারখ্যাত আর্সেনালের। নিজ মাঠে গত ২৩ বছরে স্পারদের কাছে আর্সেনাল হার দেখেছে একবারই। এ সময় ২৬ ম্যাচের ১৫টিতে জয় দেখেছে আর্সেনাল। আর টটেনহ্যামের সর্বশেষ জয়টিও ৬ বছর আগের ঘটনা। ২০১০ সালের নভেম্বরে আর্সেনালের মাঠে ৩-২ গোলে জয় কুড়ায় টটেনহ্যাম হটস্পার। ওই ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল স্পাররা। আর্সেনালের সাম্প্রতিক ফর্মটাও উড়ন্ত। সব আসর মিলিয়ে শেষ ১১ ম্যাচের ১০টিতে জয় দেখেছে আর্সেনাল। এসময় গানাররা প্রতিপক্ষ জালে জড়িয়েছে ৩২ গোল। আর প্রিমিয়ার লীগে শেষ ২০ ম্যাচে আর্সেনাল হার দেখেছে একবার মাত্র। এতে আর্সেনালের ১২টি জয় ও ৭ ম্যাচ ড্র। তবে পরিসংখ্যানে প্রেরণা রয়েছে টটেনহ্যামেরও। আর্সেনালের বিপক্ষে টানা চার ম্যাচে অপরাজিত রয়েছে স্পাররা। এতে আজ ভিন্ন হাতছানি টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর সামনেও। আর্সেনালের বিপক্ষে শেষ চার ম্যাচে এক জয় ও তিন ড্র নিয়ে মাঠ ছাড়েন এ টটেনহ্যাম কোচ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নেই টটেনহ্যামের কোনো কোচের। এতে নেতিবাচক রেকর্ডের মুখে আর্সেনালের দুই যুগের কোচ ওয়েঙ্গারও। ক্যারিয়ারে টটেনহ্যামের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়বঞ্চিত থাকার নজির নেই ওয়েঙ্গারের। এবার আর্সেনালের মোকাবিলায় নামার আগে স্বস্তি ফিরেছে টটেনহ্যাম কোচ পচেত্তিনোর। গোড়ালির ইনজুরি কাটিয়ে আজ খেলায় ফিরছেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। পচেত্তিনো বলেন, সে (হ্যারি কেন) আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা সে। প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলদাতা একজন খেলোয়াড় যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। আর এটাও সত্যি আর্সেনালের বিপক্ষে তার রেকর্ড ভালো। তবে চিন্তার বিষয়ও রয়েছে পচেত্তিনোর। ইনজুরির কারণে আজ তিনি দলের পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা, বেলজিক ডিফেন্ডার টোবি অলডারভিরাল্ড ও ফরোয়ার্ড মুসা দেম্বেলেকে। নিষেধাজ্ঞায় রয়েছেন ফরাসি স্ট্রাইকার মুসা সিসোকো। গত মৌসুম শেষ ম্যাচে জয় নিয়ে টটেনহ্যামকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখলে নেয় আর্সেনাল। এতে শিরোপা খোয়ানোর চেয়েও বেশি বেদনা প্রকাশ পায় টটেনহ্যাম হটস্পার সমর্থকদের। চলতি আসরে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। শীর্ষ দল ম্যানচেস্টার সিটি এগিয়ে কেবল গোল ব্যবধানে। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় টটেনহ্যামের অবস্থান পঞ্চম। তবে এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের ১০ রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দলের গর্বটা টটেনহ্যামেরই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.