জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছতো আর্সেনাল। তবে ম্যাচে এগিয়ে পরে সুযোগ হাতছাড়া করলো স্বাগতিক গানাররা। গতকাল উত্তর লন্ডন ডার্বিতে ১-১ গোলের ড্রতে খেলা শেষ করে আর্সেনাল-টটেনহ্যাম। এতে বিপরীত রেকর্ডে নাম ওঠে দুদলের দুই কোচের। আর্সেনালের কোচ হিসেবে দুই যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে জয়বঞ্চিত থাকতে দেখা গেল আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারকে। আর টটেনহ্যামের ইতিহাসের প্রথম কোচ হিসেবে আর্সেনালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। শেষ পাঁচ সাক্ষাতে টটেনহ্যামের এক জয় ও ৪টি ড্র। গতকাল আর্সেনালের এমিরটেস মাঠে প্রথমার্ধের শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক আর্সেনাল। বিরতির পর পরই পেনাল্টি গোলে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন। ম্যাচের ৫১তম মিনিটে গোলটি আদায় করেন ৭ সপ্তাহ পর মাঠে ফেরা এ ইংলিশ স্ট্রাইকার। এর আগে উত্তর লন্ডন ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে নিজেদের জালে নিজেরাই বল জড়ায় টটেনহ্যাম হটস্পার। লন্ডনে এমিরটেস মাঠে প্রথমার্ধের খেলা শেষের ৩ মিনিট আগে আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের দারুণ ফ্রি কিকে নিজেদের ডি বক্সে হেডে বল জালে জড়ান টটেনহ্যামের অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ভিমার। প্রিমিয়ার লীগে এটি ভিমারের প্রথম ম্যাচ। আর্সেনালের মাঠে শেষ ২৩ ম্যাচে টটেনহ্যাম জয় দেখেছে একবারই। তাও ৬ বছর আগে। চলতি প্রিমিয়ার লীগে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম নিয়ে লিভারপুলের সংগ্রহ ২৩ পয়েন্ট। আর ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টটেনহ্যামের অবস্থান পঞ্চম। চেলসির টানা পঞ্চম নিজ মাঠে ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ৬ ম্যাচের পাঁচটিতে জয় কুড়ালো চেলসি। গেল বার পুরো মৌসুমে নিজ মাঠে পাঁচ জয় দেখেছিল লন্ডন ব্লুরা। শনিবার প্রিমিয়ার লীগে দাপুটে নৈপুণ্যে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকা এভারটনের জালে গোল উৎসব করে ইডেন হ্যাজার্ড-দিয়েগো কস্তারা। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটিকে টপকে প্রিমিয়ার লীগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে পড়ে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে ম্যাচটি ৫-০ গোলে জিতে নেয় চেলসি। দিনের প্রথম ম্যাচে সিটি নিজেদের মাঠে মিডলসবরোর সঙ্গে ড্র করায় শীর্ষে ওঠার পথ খুলে যায় চেলসির। টানা দুই হারের পর লাগাতার পাঁচ ম্যাচে জয় দেখলো ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তের চেলসি। চলতি লীগে টানা ৬ জয়ের কৃতিত্ব রয়েছে কেবল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের। স্ট্যামফোর্ড ব্রিজ মাঠে এদিন হ্যাজার্ড নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন রেকর্ডগড়া নৈপুণ্য শেষে। সম্মিলিত এক আক্রমণে চেলসি তারকারা ২৩ বার পাস আদান-প্রদান শেষে গোলটি পান হ্যাজার্ড। চলতি প্রিমিয়ার লীগে সর্বাধিক পাস লেনদেনের পর পাওয়া গোলের রেকর্ড এটি। আর লন্ডনে নিজেদের মাঠে হ্যাজার্ড জোড়া গোল পেলেন দুই বছর পর। চলতি মৌসুম নতুন কোচ নোল্ড কোম্যানের অধীনে ভালো ফর্মই দেখাচ্ছে এভারটন। আসরের শুরুর ১০ ম্যাচের পাঁচটিতে জয় দেখে চকলেটখ্যাত এভারটন। তবে চেলসির বিপক্ষে আরো একবার হতাশার স্মৃতি সঙ্গী হলো চকলেটদের। ইংলিশ প্রিমিয়ার লীগে আড়াই বছরে প্রথমবার পাঁচ গোল হজম করতে দেখা গেল এভারটনকে। সর্বশেষ ২০১৪ সালে এভারটন ৬-০ গোলে হার দেখে চেলসির বিপক্ষেই। প্রথমার্ধেই এডেন হ্যাজার্ড, মার্কোস আলোনসো ও দিয়েগো কস্তার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। বিরতির পর হ্যাজার্ডের দ্বিতীয় গোলের পর উৎসবে যোগ দেন পেদ্রো। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বাধিক ১২ গোলে অবদান দিয়েগো কস্তার। ১১ ম্যাচে কস্তা নিজে করেছেন ৯ গোল। আর তার তিনটি অ্যাসিস্ট। ইংলিশ প্রিমিয়ার লীগে ১১ ম্যাচে শীর্ষ দল চেলসির সংগ্রহ পয়েন্ট ২৫। সমান ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.