নিপুণ বড় পর্দায় বেশ দাপটের সঙ্গে টানা কয়েক বছর কাজ করেছেন। ২০০৮ সালে ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একই সঙ্গে বাণিজ্যিক ও নান্দনিক ছবিতে যে কজন শিল্পী অভিনয় করেন, তাদের একজন নিপুণ। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদ পরিচালিত এ ছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া ভারতের শুভলগ্ন ফিল্মস ও বাংলাদেশের ইচ্ছেমতো প্রোডাকশন হাউজের ব্যানারে ‘ছেড়ে যাস না’ ছবির একটি আইটেম গানে নেচেছেন তিনি। এরই মধ্যে ছবিটি মুক্তিও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে নিয়মিত সময় দিচ্ছেন তিনি। নিপুণ মানবজমিনকে বলেন, নতুন বছর থেকে আবারো কাজ শুরু করার পরিকল্পনা করেছি। এরমধ্যে অনেক কাজের প্রস্তাব এলেও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানটিতে সময় দেয়ার কারণে কাজ করা হয়ে ওঠেনি। আর গুলশানের ঘটনার পর ব্যবসাটা একটু খারাপ গেলেও বর্তমানে আবারো ভালো অবস্থানে উঠে এসেছে। তাই এ বছর সব গুছিয়ে নতুন বছর থেকে টানা কাজ করার পরিকল্পনা রয়েছে। ব্যবসার পাশাপাশি অভিনেত্রী নিপুণ বর্তমানে এনটিভি’র কৌতুক উপস্থাপনাভিত্তিক রিয়েলিটি শো ‘হা-শো’-এর চতুর্থ সিজনের বিচারক হিসেবে কাজ করছেন। এতে তার সঙ্গে আরো বিচারক হিসেবে থাকছেন নন্দিত জাদুকর জুয়েল আইচ ও মাজহারুল ইসলাম। এ প্রসঙ্গে নিপুণ মানবজমিনকে বলেন, আগের শোতেও বিচারক ছিলাম। এবারের নতুন সিজনেও কাজ করেছি। এনটিভিতে প্রচার হওয়া এই অনুষ্ঠানটা দারুণ উপভোগ করি আমি। নিপুণ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’। চলতি বছরে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্কসে দু’ফিল্মে’র প্রিমিয়ার শোতে প্রথমবারের মতো অংশ নেয়ার পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে ছবিটি প্রশংসিত হয়। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে নিপুণের পাশাপাশি আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ। এ ছবিটি নিয়ে নিপুণ বলেন, ভালো কাজের স্বীকৃতি আসার খবর সত্যিই আনন্দের ও সুখের। আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলাম। বেশ বড় কিছু উৎসবে এটি পুরস্কার জিতেছে। এই ধরনের ছবি বাংলাদেশে আরও বেশি হওয়া উচিত। উল্লেখ্য, ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে রূপালী জগতে পা রাখেন নিপুণ। এরপর একে একে অভিনয় করেন ‘আমার প্রাণের স্বামী’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বাবার কসম’, ‘বড় লোকের জামাই’, ‘জমিদার বাড়ি’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মতো বউ’, ‘শুভ বিবাহ’, ‘মা বড় না বউ বড়’সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে। রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের সম্রাট, নিরবের সঙ্গেও অভিনয়ে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করেছেন নিপুণ। নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু অভিনীত ‘বায়ান্ন থেকে একাত্তর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। আর গত কোরবানি ঈদে ছোট পর্দাতেও কাজ করেছেন এ অভিনেত্রী। ঈদে তার অভিনীত ‘প্রম্পটার’ নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হয়। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন ইমন। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.