রোকেয়া প্রাচী। একজন অভিনেত্রী। একজন নির্মাতা। ক্যারিয়ারে এ যাবৎ অসংখ্য নাটক, টেলিছবি আর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। হয়েছেন জনপ্রিয়ও। সে সঙ্গে নির্মাণেও সুখ্যাতি রয়েছে তার। অভিনেত্রী হিসেবে বেশি জনপ্রিয়তা থাকলেও এ মুহূর্তে নির্মাণেই বেশি মনোযোগী তিনি। গেলো সপ্তাহে ‘স্বপ্ন সত্যি হতে পারে’ শিরোনামে একটি টেলিছবি নির্মাণ করেছেন রোকেয়া প্রাচী। খুব শিগগিরই তার পরিচালনায় আরো একটি টেলিছবির কাজ শুরু হবে। যার নাম ‘তালিকা’। এতে অভিনয় করবেন বিশিষ্ট অভিনেত্রী চম্পা। রোকেয়া প্রাচী জানান, শুটিংয়ের দিনক্ষণ সবই চূড়ান্ত। কয়েকদিনের মধ্যেই সব কাজ শুরু হয়ে যাবে। এছাড়া ‘রুবিনা, আমেনা ও ফুলকির গল্প’ শিরোনামের আরো একটি টেলিছবি নির্মাণাধীন। ব্যস্ততা প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, এ মুহূর্তে নির্মাণের কাজই বেশি করছি। এই তিনটি টেলিছবির কাজ চলছে। এর মধ্যে একটির শুটিং শেষ করেছি। বাকি দুটোর কাজও কয়েকদিনের মধ্যে শুরু করবো। দর্শকের জন্য ভালো কিছু গল্প নিয়ে নির্মাণ করছি। আশা করছি তাদের জন্য উপভোগ্য হবে। খণ্ড নাটক নির্মাণের পাশাপাশি ধারাবাহিক নাটক পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে রোকেয়া প্রাচীর। তার নির্মিত প্রথম ধারাবাহিক নাটক ‘সেলাই পরিবার’ চ্যানেল আইতে প্রচার হয়েছে। এবার নতুন আরেকটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘সেলাই পরিবার’ থেকে বেশ সাড়া পেয়েছিলাম। সেই অনুপ্রেরণা নিয়ে নতুন আরেকটি ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা করছি। স্ক্রিপ্টের কাজ চলছে। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে চূড়ান্ত কাজে নামবো বলে আশা করছি। অভিনয়ে এ মুহূর্তে সময় খুব একটা না দিলেও আগে শুটিং শেষ করে রাখা ‘পরম্পরা’ ধারাবাহিকটি নাটকটিতে দেখা যাচ্ছে তাকে। এটি এসএ টিভিতে প্রচার হচ্ছে। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও সরব রোকেয়া প্রাচী। দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে ‘দুখাই’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তার অভিনীত সাম্প্রতিকালের চলচ্চিত্রগুলোর মধ্যে ‘গাড়িওয়ালা’ ও ‘মাটির প্রজার দেশে’ আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত, পুরস্কৃত ও সমাদৃত হয়ে চলেছে। এতদিন চলচ্চিত্রে ক্যামেরার সামনেই কাজ করেছেন রোকেয়া প্রাচী। এবার এ মাধ্যমটিতে ক্যামেরার পেছনে আসবেন তিনি। শিগগিরই ছবি পরিচালনায় হাত দেবেন। সে জন্য গল্প ও চিত্রনাট্য সব ঠিক করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেকদিনের পরিকল্পনা চলছে। কিন্তু নানা ব্যস্ততার কারণে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবার চূড়ান্তভাবে কাজ শুরু করেছি। সব ঠিক থাকলে শিগগিরই একটি সুখবর দেবো। টিভি ও চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতা রোকেয়া প্রাচীর। সময়ের পথ পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। মিডিয়ার এখনকার অবস্থা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, টিভি মিডিয়ার বর্তমান অবস্থা কেমন সেটা সবারই জানা। একটা অপরিকল্পিত ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠলেও এখন সেটাকে টেনে তোলার চেষ্টা চলছে। যে জন্য টিভি নাটক সংশ্লিষ্ট অনেক সংগঠন এগিয়ে আসছে। তারা নিরন্তর কাজ করছে। সব সংগঠন এভাবে নিয়মিত কাজ করে গেলে আমি মনে করি খুব তাড়াতাড়ি আমরা ভালো একটি অবস্থায় চলে যাবো। এ নিয়ে হতাশ হলে চলবে না। ব্যাপারটাকে পজিটিভলিই দেখছি আমি। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক নতুন মুখ কাজ করছে। সংকট যেমন আছে তেমনি সম্ভাবনাও আছে। আর সেই সম্ভাবনাটা তৈরি করছেন তরুণরা। যারা ক্যামেরার সামনে ও পেছনে নিয়মিত কাজ করছেন। তাদের নিয়েও আমি বেশ আশাবাদী। তরুণ শিল্পী কলাকুশলী নিয়ে আশার কথা শোনালেন রোকেয়া প্রাচী। কিন্তু সম্প্রতি এক তরুণ শিল্পী তার সঙ্গে ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ করে শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন। এ ধরনের অপ্রীতিকর ঘটনায় শোবিজ অঙ্গন ক্ষুব্ধ হয়ে উঠেছে। এখনো সেই রেশ কাটেনি। সেই তরুণদের নিয়ে আবারো প্রত্যাশার কথা ব্যক্ত করেন কিভাবে? এমন প্রশ্নে রোকেয়া প্রাচীর জবাব, দেখুন এক প্রসূনই কিন্তু পুরো ইন্ডাস্ট্রি নয়। এক প্রসূনই কিন্তু পুরো মিডিয়া নয়। মিডিয়ায় অনেক তরুণই কাজ করছেন যাদের বেশ দক্ষতা রয়েছে। আমি তাদের নিয়ে আশাবাদী। এদের নিয়েই আমরা একদিন এগিয়ে যাব।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.