বছরে নির্ধারিত বেতন ৪ লাখ ডলার। যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কি এই বেতন নিয়ে নিজে ব্যবহার করবেন? তার আগের কয়েকটি ঘোষণার পর এ বিষয়টি আলোচনায় ঘুরছে। বিশেষ করে ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারে এক ঘোষণায় তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোনো বেতন নেবেন না। এটা তার কাছে বড় কোনো বিষয় নয়। এখন তার স্বপ্ন সত্যি হয়েছে। সফলতা ধরা দিয়েছে অবিশ্বাস্যভাবে। ফলে প্রশ্নটি আবার সামনে চলে এসেছে- তিনি কি এই বেতন গ্রহণ করবেন? এ নিয়ে লন্ডনের অনলাইন এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৮ই নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ডনাল্ড ট্রাম্প। এখন তিনি তার জন্য নির্ধারিত ৪ লাখ ডলার বেতন নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারের রোচেস্টারে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। সেখানে ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমি আপনাদেরকে প্রথমেই যে কথাটি বলতে চাই তা হলো যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে কোনো বেতন নেবো না। ঠিক আছে? এটা আমার জন্য বড় কোনো বিষয় নয়। এর পরে টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে একই রকম প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। তিনি জবাবে বলেন, আমার বেতন নিয়ে কথা তো। আমি (বেতন হিসেবে) এক ডলারও নেবো না। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই বেতন মোটেও নেবো না। যদি তিনি সত্যি সত্যি এ সিদ্ধান্তে অটল থাকেন তাহলে তিনি হবেন এ ধারার তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন হার্বার্ট হুভার। তিনি রাজনীতিতে প্রবেশের আগে খনি ব্যবসা করে প্রচুর অর্থের মালিক হয়েছিলেন। তিনিই প্রথম কোনো বেতন না নেয়া মার্কিন প্রেসিডেন্ট। এরপর ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ধনাঢ্য পরিবার থেকে আসা, বহুল আলোচিত জন এফ কেনেডি। তিনিও প্রেসিডেন্ট হিসেবে কোনো বেতন নেননি। দুজনেই তাদের বেতন বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেন। কিন্তু গত ৮ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি। জানাননি তিনি ‘হ্যান্ডসাম’ এই বেতন নেবেন, না কি তা অন্য কোনো সংস্থায় দান করবেন। ওদিকে গত শুক্রবার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকৃত অর্থের পরিমাণ নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়। ফোর্বস ম্যাগাজিনের মতে তার নিট সম্পদের পরিমাণ ৩৭০ কোটি ডলার। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টকে বছরে যে বেতন দেয়া হয় সেই ৪ লাখ ডলার সমান ৩ লাখ ২০ হাজার পাউন্ড। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে তার চেয়ে কম বেতন পান। তেরেসা মে’র বার্ষিক বেতন এক লাখ ৪৩ হাজার ৪৬২ পাউন্ড।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.