এওয়ান ভ্রমন ডেস্ক: কর্মব্যস্ততার মাঝে যদি কয়েকদিন ছুটি পান তাহলে কি করবেন? এর সহজ উত্তর ভ্রমন। বেড়ানোর ইচ্ছা তো সবার মনে। এবার আবার যেমন প্রচন্ড গরম, তেমনি গুমোট আবহাওয়া। ভিড় এড়াতে হলে আপনাকে যেতে জনপ্রিয় জায়গাগুলো থেকে ভিন্ন কোন জায়গায়। আমরা সচরাচর যেসব জায়গায় ভ্রমণে যাই তার বাইরেও তো কত সুন্দর জায়গা রয়েছে। তাই না? আসুন জেনে নিই, এই ভীড়ে শান্তির ভ্রমণ হতে পারে কোথায়-
লটসচেন্তাল, সুইজারল্যান্ড:
এই ভ্যালীটি শুধু বিশ্বের সবচেয়ে সুন্দর ভ্যালীর একটিই নয়, এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আয়তনের ভ্যালী। আপনি যত চান ততো বেড়াতে পারবেন এখানে, ভ্যালীর কোণায় কোণায় ছড়ানো সৌন্দর্য্য। হতাশ হবেন না যেদিকেই যান। এটি ২৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভ্যালীটিকে ঘিরে আছে অপরূপ সব পর্বতমালা যাদের উচ্চতা ৩০০০ কিলোমিটার পর্যন্ত। এর সৌন্দর্য্যের বর্ণনা শেষ হবার নয়। এককথায় লটসচেন্তালের মত ২য় সুন্দর ভ্যালী হয় না, এটি অনন্য।
ইরাবতী নদী, মায়ানমার:
এশিয়ার চমৎকার একটি নদী ইরাবতী। ক্ষরস্রোতা নদীটি অন্য সব নদী থেকে নিজেকে আলাদা করেছে তার চমৎকার সৌন্দর্য্যের জন্য। এই নদীতে ঘুরে বেড়াতে পারেন নৌকায় করে। নদীর চারপাশের দৃশ্য, সূর্যাস্ত একবার দেখলে স্মরণে থাকবে আজীবন।
হা লং বে, ভিয়েতনাম:
হা লং বে এক অসাধারণ জায়গা। এর সৌন্দর্য্য ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। সব চেয়ে বেশী পর্যটক ভিড় জমায় এই হালং বে তে। স্বচ্ছ নীল পানি আর তার মাঝে বিশাল বিশাল লাইমস্টোন- হালং বে মানুষের পৃথিবীতে যেন স্বর্গ। একটি কায়াক ভাড়া করুন আর প্যাডেল ঘুরিয়ে ঘুরে বেড়ান শান্ত এই জলরাশির মাঝে। উপভোগ করুন অজানা সব গুহা আর অপরূপ হালং বে এর চমৎকার সব দৃশ্য। এমন স্বাধীনতা আর কোথায় পাবেন ভিয়েতনাম ছাড়া?
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.