গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাঁওতালদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি একে ‘গণহত্যার শামিল’ বলেও মন্তব্য করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে গতকাল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা আলমগীর এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, সবচাইতে অবহেলিত, সবচাইতে শোষিত, সবচাইতে নিরীহ সাঁওতাল সমপ্রদায়ের মানুষ। তাদেরকে কী অমানবিকভাবে পিটিয়ে বের করে দিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে, গুলি করে মেরেছে এবং সেটা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আজকে এ ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, যা গণহত্যার শামিল বলে আমরা মনে করি। ক্ষমতাসীন দলের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, আজকে কেউ নিরাপদ নয়। না আছে হিন্দু সমপ্রদায়ের নিরাপত্তা, না আছে খ্রিষ্টান সমপ্রদায়ের নিরাপত্তা, না আছে বৌদ্ধ ধর্মের নিরাপত্তা। আর মুসলমানরা যারা আছেন, তারা প্রতি মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কী হয়েছে? আজকে প্রমাণিত হয়ে গেছে যে, এটা আওয়ামী লীগই করেছে। মির্জা আলমগীর বলেন, দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। এই গণবিস্ফোরণের আগেই সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসা উচিত। বিনাবিচারে হত্যা ও কারাগারে নেতাকর্মীদের মারা যাওয়ার ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, স্বয়ং প্রধান বিচারপতি বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? কোন প্রতিষ্ঠানের কাছে যাব? সব প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে এই আওয়ামী লীগ। মির্জা আলমগীর সরকারের উদ্দেশে বলেন, খুব গর্ব করছেন, প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি বেড়েছে? আপনাদের প্রবৃদ্ধি বেড়েছে, আপনারা এখন স্ফীত হয়েছেন। আপনারা এখন সম্পদ পুঞ্জীভূত করছেন। সেই সম্পদ বিদেশে পাচার করছেন। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এই অবস্থার পরিবর্তনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা সমাবেশে বক্তব্য দেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.