এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে অংশ নিতে বুধবার রাতে হংকং যাওয়ার কথা জাতীয় হকি দলের। কিন্তু বাংলাদেশ দলের ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গতকাল সকালে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের পাসপোর্ট জমা নেয়নি ঢাকাস্থ চাইনিজ দূতাবাস। দুপুরের দিকে আবার যোগাযোগ করা হলে পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়। অনেক দেন-দরবারের পর পাসপোর্ট জমা নিলেও ভিসা কবে মিলবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানান, ‘দলের ভিসা পাওয়া নিয়ে একটা সমস্যা হয়েছে। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। হংকং হকি ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। তারা একটি ফরম পাঠিয়েছে। সেটা পূরণ করে তাদের পাঠাচ্ছি আমরা। ভিসা ঠিক কবে হবে বুঝতে পারছি না। তবে আশা করছি, সময় মতোই পেয়ে যাবো।’ এদিকে চুলোচুরি শেষে গতকাল ১৮ সদস্যের দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলে ফিরেছেন মামুনুর রহমান চয়ন ও কামরুজ্জামান রানা। এ দুইজন গত এসএ গেমসের দলে ছিলেন না। এসএ গেমসের দলে দুটি পরিবর্তন এনে তৈরি করা হয়েছে এএইচএফ কাপের দল। ওই দল থেকে বাদ পড়েছেন ফজলে হোসেন রাব্বি ও সাব্বির হোসেন। আবারও অধিনায়ক করা হয়েছে রাসেল মাহমুদ জিমিকে। হংকংয়ে ১৯ থেকে ২৭শে নভেম্বর অনুষ্ঠিত হবে ৮ জাতির এ টুর্নামেন্ট। এএইচএফ কাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ২০১৩ সালে মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিয়ে বাংলাদেশ অবশ্য গ্রুপপর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। ৮ দলের মধ্যে সপ্তম হয়ে দেশে ফিরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। এবার কেবল এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হওয়াই নয়, এশিয়া কাপে উঠেও যাতে ভালো ফল করা যায় সেজন্য জাতীয় দলকে মাস খানেক ইউরোপে রেখে অনুশীলন করিয়েছে হকি ফেডারেশন। জার্মানিতে অনুশীলনের পাশাপাশি পোল্যান্ড ও অস্ট্রিয়াতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন জিমি-চয়নরা। ঢাকায় ফেরার পর দলের আবাসিক ক্যাম্প হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপিতে)। প্রস্তুতি ভালো হলেও ভিসা জটিলতার কবলে পড়েছে বাংলাদেশ হকি দল। তবে এই জটিলতা আজই কেটে যাবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ‘আসলে জিও করাতে গিয়েই সময় নষ্ট হয়েছে। এ কারণে আমাদের ভিসা পেতে সমস্যা হচ্ছে’- বলেন আবদুস সাদেক। ভিসা পেলে আগামী কাল হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ হকি দল। দীর্ঘদিন পর এই দলের নেতৃত্ব উঠেছে রাসেল মাহমুদ জিমির কাঁধে। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপ-সঙ্গী ম্যাকাও, চাইনিজ তাইপে ও স্বাগতিক হংকং। ‘বি’ গ্রুপের চার দল হচ্ছে-সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯শে নভেম্বর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। ২১শে নভেম্বর দ্বিতীয় ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে এবং ২৩শে নভেম্বর শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ ম্যাকাও।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.