আপনি কি মোবাইল ফোন ছাড়া একদম থাকতে পারেন না? তাঁর মানে, আপনার মোবাইল ফোনে আসক্তি তৈরি হয়েছে। ফোনের আসক্তি কমাতে পারে—এমন ফোন বাজারে আসছে শিগগিরই। এ ফোনকে বলা হচ্ছে ‘অ্যান্টি-স্মার্টফোন’। এর নাম লাইট ফোন। এর দাম ১০০ মার্কিন ডলার। স্মার্টফোনের ব্যবহার কম করার ধারণা থেকেই এ ফোন তৈরি। কিকস্টার্টারে একদল উদ্যোক্তা এ ফোন তৈরির জন্য তহবিল সংগ্রহ করেন। চলতি মাসেই এ ফোন চীনের ইয়ানতাই কারখানা থেকে সরবরাহ শুরু হবে।
লাইট ফোনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাস থেকে সরবরাহ শুরু হবে লাইট ফোনের। সাদা ও কালো রঙের ক্রেডিট কার্ড আকৃতির এ ফোন বাজারে পাওয়া যাবে। ফোনটিতে স্মার্টফোন থেকে কল ফরোয়ার্ড করার সুবিধা আছে। ফোনটির ব্যাটারি লাইফ তিন সপ্তাহ। এতে কোনো ইন্টারনেট সুবিধা নেই। এতে টুজি ন্যানো সিম সমর্থন করে। এতে টাচ মডিউল, মাইক্রোফোন, মাইক্রোইউএসবি পোর্ট থাকলেও কোনো ক্যামেরা নেই।
যাঁরা স্মার্টফোন আসক্তি ছাড়াতে চান, তাঁরা এই ফোন ব্যবহার করতে পারবেন। ধীরে ধীরে ফোনের ব্যবহার কমানোর জন্য লাইট ফোনটি উপকারে আসবে। দরকারি কল ছাড়া অন্য সব ফিচারের ব্যবহার কমে যাবে লাইটের মাধ্যমে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.