‘যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়… সে হারালো কোথায়, কোন দূর অজানায়’ ও ‘শেষ কোরো না শুরুতে খেলা’ কালজয়ী গান দুটির সঙ্গে পরিচিত সবাই। একটি শাহনাজ রহমতুল্লাহর গাওয়া এবং অন্যটি রুনা লায়লার। দুটি গানই অনেক বছর ধরে সবার মুখে মুখে। এবার সেই দুই গানকে এক করে গাইলেন এ প্রজন্মের সংগীত তারকা হৃদয় খান ও আলিফ আলাউদ্দিন। এর নাম দেয়া হয়েছে ‘কাভার ম্যাশআপ’। সমপ্রতি দুই গানের মিশ্রণে নির্মাণ হওয়া মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে। কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর সুর করা ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ ও ‘শেষ কোরো না’ নতুন করে কণ্ঠ দেয়ার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। এ প্রসঙ্গে তিনি বলেন, কালজয়ী গানটি আমার অনেক ভালোলাগার। আমি ছোটবেলায় কাজটি করতাম। কিন্তু প্রফেশনালি করা হয়নি। সেই জায়গা থেকে ‘কাভার ম্যাশআপ’ করা। আগেই গানের কাজ শেষ করেছিলাম। কিন্তু ভিডিও নির্মাণ করা হয়নি। কিছুদিন আগে সেটা সম্পূর্ণ হওয়ার পর ইউটিউবে প্রকাশ করেছি। এরই মধ্যে বেশ সাড়াও পেয়েছি। আশা করছি আরও পাবো। ইচ্ছে আছে সামনে আরো কিছু পুরনো গান কাভার ম্যাশআপের মাধ্যমে আমাদের প্রজন্মের তরুণদের কাছে উপস্থাপন করবো। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জহিরুল ইসলাম খান রিংকন। হৃদয় খানের এইচ কে প্রোডাকশনের ব্যানারে ভিডিওটি নির্মিত হয়েছে বলে শিল্পী জানিয়েছেন। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা গেছে হৃদয় খান ও আলিফকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.