দিল্লি, কলকাতার পর এবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌ পৌঁছে সোমবার নোট বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আরেক দফা হুংকার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেছেন, ‘প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
লক্ষ্ণৌ বিমানবন্দরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে নিয়ে মমতা মোদিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, ‘হয় মরব, নয় বাঁচব। মোদিকে দেশের রাজনীতি থেকে সরাব।
মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, ভারতবর্ষের রাজনীতিতে আপনার মতো ডিক্টেটরদের কোনো জায়গা নেই। এটা গণতান্ত্রিক দেশ।’
মঙ্গলবার লক্ষ্ণৌয়ের গোমতী নদীর তীরে বিশাল প্রতিবাদ সভা করবেন মমতা। সভায় মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব ছাড়াও আপ নেতা ও বিজেপিবিরোধী বেশ কয়েকজন সংসদ সদস্য হাজির থাকবেন।
দিল্লিতে যন্তর-মন্তরে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মমতা অবস্থান কর্মসূচিতে বসেছিলেন গত সপ্তাহে। সঙ্গে ছিলেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাব ও মহারাষ্ট্রের এনসিপি নেতারা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.