বাজারে এসেছে রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায়ের সপ্তম একক অ্যালবাম ‘মাতৃভূমি’। গতকাল সকালে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কবি আসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কবি মহলনাবশি, রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ ও লিলি ইসলাম। অণিমা রায়ের নতুন এই অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। ‘মাতৃভূমি’ অ্যালবামে যে গানগুলো আছে সেগুলো হচ্ছে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘এবার তোর মরা গাঙে’, ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান’, ‘ও আমার দেশের মাটি’, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, ‘ছি ছি চোখের জলে’, ‘আমরা সবাই রাজা’, ‘আমরা মিলেছি আজ’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘সার্থক জনম আমার’ ও ‘বাংলার মাটি বাংলার জল’। বিগত তিন বছর যাবৎ অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতি একধরনের দায়বদ্ধতা থেকে এই অ্যালবামটির পরিকল্পনা। আমাদের এ সময়ের তরুণদের ভেতরে দেশপ্রেমের বোধটা প্রতিনিয়ত চর্চা করা এখন খুব জরুরি। একজন সংগীতশিল্পী ও শিক্ষক হিসেবে এটা আমার দেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেই লক্ষ্যেই রবীন্দ্রনাথের ১২টি স্বদেশ পর্যায়ের গান নিয়ে সাজিয়েছি আমার ‘মাতৃভূমি’। অণিমা রায়ের অন্য ছয়টি অ্যালবাম হচ্ছে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’, ‘ইচ্ছামতি’, ‘রবির আলো’, ‘তোমারও বিরহে’, ‘প্রাণের মানুষ’। ‘রবির আলো’ ছাড়া বাকি সবক’টি অ্যালবামই বাজারে এসেছে লেজার ভিশনের ব্যানার থেকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.