টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের পাঁচ দফা দাবিতে হয়ে গেল বিশাল সমাবেশ। গতকাল সারাদিন বক্তৃতা, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) ব্যানারে এ সমাবেশ থেকে এসেছে কড়া আলটিমেটাম। তাদের এ আলটিমেটাম সরকার ও টিভি চ্যানেল উভয়ের প্রতি। বিকালে সমাবেশের সমাপনী বক্তব্যের মাধ্যমে এফটিপিওর আহ্বায়ক মামুনুর রশিদ জানান, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে তাদের সব দাবি সরকারকে পূরণ করতে হবে। অন্যথায় ১লা জানুয়ারি থেকে গণআন্দোলনে যাবে সংগঠনটি। অন্যদিকে একই ভাবে যেসব টিভি চ্যানেলে বিদেশি সিরিয়াল বাংলা ডাব করে প্রচার করা হচ্ছে সেসব চ্যানেলকে উদ্দেশ্য করে জানানো হয়, ১৫ই ডিসেম্বরের মধ্যে সব টিভি চ্যানেলে ডাবিংকৃত বিদেশি সিরিয়াল প্রচার বন্ধ করতে হবে। আর সেটা না হলে এফটিপিও তথা শিল্পী-কলাকুশলীরা সবাই ওইসব চ্যানেলের সামনে অবস্থান নেবে। ‘শিল্পে বাঁচি শিল্প বাঁচাই’ এই স্লোগানকে লালন করে গতকাল সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। যেসব দাবি নিয়ে সেখানে তারা অবস্থান নিয়েছে সেগুলো হলো- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ করতে হবে, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট অথবা এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে- বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে, ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, মামুনুর রশীদ, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। এরপরই উপস্থিত শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের আহ্বায়ক মামুনুর রশীদ। তিনি বলেন, এতদিন আমাদের সবার মধ্যে একাত্মতা ছিল না। কিন্তু আজ এখানে সবার উপস্থিতি এটাই প্রমাণিত হলো, আমরা চাইলে সংগঠিত হতে পারি। আমাদের কেউই ভগ্নাংশে পরিণত করতে পারবে না। আমাদের যে দাবি আছে সেসব পূরণের লক্ষ্যে যেন সংশ্লিষ্টরা ঐকমত্য পোষণ করেন। সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য পোষণে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত শিল্পীরা। সমাবেশে ধারণাপত্র উপস্থাপন করেন গাজী রাকায়েত। তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এ কারণে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণের মাতৃভাষা রক্ষা করতে পেরেছি। আজ এটাই প্রমাণিত হয়েছে জাতির যেকোনো প্রয়োজনে আমরা সংঘবদ্ধ হতে পারি। পরিষ্কারভাবে আজ বলতে চাই এফটিপিও যেভাবে বলবে সেভাবেই এদেশের চ্যানেলে অনুষ্ঠান প্রচার করতে হবে। আমাদের এই আন্দোলন সরকার, টিভি চ্যানেল কিংবা এজেন্সির বিরুদ্ধে নয়। আমরা একটি সুপরিকল্পিত নীতিমালার মধ্যদিয়েই টেলিভিশন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই। টিভি চ্যানেলের উদ্দেশ্যে বলছি- আপনারা শুধু ব্যবসাই করবেন শিল্পকে ভালোবাসবেন না- এটা হতে পারে না। সমাবেশে এনটিভি ও আরটিভি কর্তৃক তাদের চ্যানেলে বিদেশি সিরিয়াল প্রচার না করার সিদ্ধান্ত জানিয়ে সংহতি প্রকাশ করা হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণ যখন আরো উত্তাল হতে থাকে তখনই সেখানে উপস্থিত হন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যানেলটির পক্ষ থেকে তিনিও সংহতি জানান। সে সঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, আমি এ আন্দোলনের সঙ্গে সংহতি জানাই। এক দফা নয়, দাবি যদি একশ’ দফাও হয় তাতেও চ্যানেল আই পাশে থাকবে। শিল্পীদের সুখ-দুঃখের সঙ্গে সবসময় চ্যানেল আই আছে ও থাকবে। এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, অভিনেতা-নির্মাতা আমজাদ হোসেন, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, জাহিদ হাসান, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, নাট্যকার বৃন্দাবন দাস, অভিনয়শিল্পী আফরোজা বানু, রহমত আলী, ড. এনামুল হক, আফজাল হোসেন, ওমর সানি, তারিন, বাঁধন, মাজনুন মিজান, নাজনীন চুমকি, হিল্লোল, নওশীন প্রমুখ। সমাবেশে আলোচনার ফাঁকে ফাঁকে সংগীত ও নৃত্য পরিবেশন করেন চঞ্চল চৌধুরী, মিলন, চিত্রলেখা গুহ, অপূর্ব, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম ও শামীমা তুষ্টি। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন আনজাম মাসুদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.