মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করেন। আজ রাজধানীর বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আত্মপক্ষ সমর্থন করে বেগম খালেদা জিয়ার বক্তব্য উপস্থাপনের দিন ধার্য রয়েছে। আইনজীবীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এরপর আপিল বিভাগের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে জেরার পর খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। কিন্তু এ পর্যায়ে দেখা যাচ্ছে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শপথ আইন অনুযায়ী যথাযথ হয়নি। তাই এই মামলার সাক্ষ্য বাতিলে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতাদেশও চাওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর বিশেষ জজ আদালত-৩ সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ করে দেয়। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া তিন আসামি হলেন- হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডবিস্নউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.