নাইজেরিয়ার জাতীয় জরুরি নিরাপত্তা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, বোমা হামলায় ঘটনাস্থলে ৩৩ জন নিহত হয়েছে এবং অন্যরা হসপিটালে চিকিত্সারত অবস্থায় মারা গেছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা ইউসুফ মোহাম্মদ বলেন, দুই বোম্বার বাজার করছিল এবং তাদের একজনের হাতে আত্মঘাতী বোমা এবং অন্যজনের হাতে কাপড়ের ব্যাগ দেখা যায়। এই হামলার সত্যতা হিসেবে স্থানীয় সাদবেল্লো বিবিসিকে জানায়, ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও সরকারের মধ্যে সাত বছর ধরে নানা দ্বন্দ্ব চলছে ফলে তারা দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে এই আত্মঘাতী হামলা ঘটিয়েছে। এর আগে ২০১৫ সালে বোকো হারামের জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধারের পর আদামায়া অঞ্চলটি উদ্ধার করা হয়েছিল এবং স্থানীয় ২২টি সংস্থা এই অঞ্চলের নিয়ন্ত্রণে রাখার পরেও এ ধরনের ঘটনা আবার ঘটল ।
উল্লেখ্য, এর আগে আদামায়া অঞ্চল ইসলামী জঙ্গিদের দখলে ছিল তখন হাজার হাজার মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করত পরবর্তীতে ইসলামিস্ট জঙ্গিদের থেকে মুক্ত করা হলেও এই অঞ্চলের দারিদ্র্য চরম অবস্থায় পরিণত হয়েছে।
সম্প্রতি জাতিসংঘের ইউএনডিপি’র তথ্য মতে -বর্তমান ১ লক্ষ ২০ হাজার জনগণের মধ্যে ৭৫ হাজার শিশু প্রতিদিন রাতে না খেয়ে তারা ঘুমায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.