বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক পলাতক জামায়াত নেতা চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের রায় বর্তমান সরকার কার্যকর করবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর ৭১ এর মানবতাবিরোধী প্রধান অপরাধীদের বিচার শেষ হয়েছে। বাকিদের বিচার কাজ চলছে। বঙ্গবন্ধু কন্যার আমলেই বুদ্ধিজীবী হত্যার দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার সাজাপ্রাপ্ত দু’ আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের দেশে এনে রায় কার্যকর করা হবে।
পাকিস্তানী হানাদার বাহিনীর পরাজয়ের ঠিক আগ মুহূর্তে ১৯৭১ সালের ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান খান। চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন অপারেশন ইনচার্জ।
বুদ্ধিজীবী হত্যা মামলার রায়ে বলা হয়, আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীন মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যা করে। প্রসিকিউশনের তথ্য-প্রমাণে তা প্রকাশ পেয়েছে। তারা কখনো নিজেরা হত্যায় অংশ নিয়েছেন। কখনো জোরালো সমর্থন দিয়েছে ও উৎসাহ দিয়েছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.