ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে রুচিহীন অভিযোগ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক বিজেপি কর্মী। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মানব শর্মা নামে এক বিজেপি কর্মী গত বুধবার উত্তর কলকাতার জোড়াসাঁকো থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই অভিযোগ না নিয়ে সেই ব্যক্তিকে তা সরাসরি কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠাতে বলেন। এরপরই ঐ ব্যক্তি ই- মেইলে তার অভিযোগ জানিয়েছেন পুলিশ কমিশনারকে। অভিযোগে বলা হয়েছে, গত ১লা ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। অভিযোগ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তিকে কলুষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ থেকে নামানোর পাশাপাশি তাকে হুমকি দেয়া ও ভিত্তিহীন অভিযোগ আনার বিরেুদ্ধেও অভিযোগপত্রে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী এই অভিযোগকেই এফআইআর হিসেবে গণ্য করার আবেদন জানিয়েছেন পুলিশের কাছে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন টোল প্লাজা ও হাইওয়েতে সমীক্ষার কাছে সেবাবিাহিনী গাড়ি চেকিংয়ের ব্যবস্থা করেছিল। সেনাবাহিনীর দাবি রাজ্য সরকারকে জানিয়েই তা করা হচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মহারাজ্য সরকারের সব পদাধিকারী এই দাবি অস্বীকার করে এর প্রতিবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর বিরুদ্ধে ঘুষ নেবারও অভিযোগ জানিয়েছিলেন। সেনাবাহিনী নিয়োগকে মুখ্যমন্ত্রী জরুরি অবস্থার পরিস্থিতির সঙ্গে তুলনা করে মোদির বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। মমতার এই আচরণকে অত্যন্ত দুঃখজনক জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী এম পারিক্কও মমতাকে চিঠিও লিখেছিলেন। এছাড়া নোট বাতিলের সিদ্ধান্তের পর ধারাবাহিকভাবে মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি দেখে নেবার হুমকিও দিয়েছেন। তবে রাজনৈতিক পর্যক্ষেবক মহলের মতে, মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণ ও আন্দোলন সংগঠিত করে চলেছে তাকে ঠেকাতেই বিজেপি কর্মীর পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা। তবে পুলিশ এই অভিযোগকে গুরুত্ব দেবে কিনা তা এখনো জানা যায়নি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.