নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বৈঠকে সাবেক প্রধান বিচারপতিসহ ৪ জনের নাম প্রস্তাব করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে এ বৈঠক হবে।
বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটির ৪ সদস্যের একটি তালিকা দেবেন খালেদা। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম। তবে অপর একজনের নাম জানা যায়নি।
এও জানা যায়, বিএনপি নেত্রীর তালিকা থেকে ৪ বিচারপতির মধ্যে অন্তত দু’জনকে সার্চ কমিটিতে রাখার ব্যাপারে জোরালো প্রস্তাব করবে দলটি।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এরপর যে নতুন কমিশন দায়িত্ব নেবে, তাদের অধীনেই ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
তাই গেলো ৬ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমানের সঙ্গে দেখা করে নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণের খালেদা জিয়ার প্রস্তাব পৌঁছে দেন। এর আগে গেলো ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন খালেদা।
মূলত সেই প্রস্তাব নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হবে। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.