
জর্ডানে কয়েকজন বন্দুকধারীর গুলিতে কানাডীয় পর্যটক, পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন। নিরাপত্তাকর্মীদের গুলিতে চার হামলাকারীও নিহত হয়। স্থানীয় সময় গতকাল রোববার কয়েক ঘণ্টা ধরে জিম্মি নাটক চলে।
জর্ডানের নিরাপত্তা বিভাগ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুলিশ সদস্য, কানাডীয় এক নারী পর্যটক ও জর্ডানের দুজন সাধারণ নাগরিক রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। তাঁদের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ রয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, হামলাকারীরা তাদের জিম্মি করে রাখে। কয়েক ঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময় চলে। এতে চার হামলাকারী নিহত হয়।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। হামলায় আরেক কানাডীয় আহত হয়েছেন।