সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনার এই জয় আমেরিকার মানুষকে সেবা দেওয়ার জন্য এবং পৃথিবীব্যাপি মানবতার ক্ষেত্রে আপনার অসাধারণ নেতৃত্বের সাক্ষী।’
‘আমি নিশ্চিত আপনার নেতৃত্বের অধীনে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এবং এর পরে আরো বেশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়গুলো আগ্রহের ভিত্তিতে একটি নিরাপদ বিশ্ব তৈরি করতে একসঙ্গে কাজ করবো আমরা।’
‘আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশ ভ্রমণে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিষ্ময়কর উন্নয়নের চিত্র দেখার আন্তরিক আমন্ত্রণ রইলো।’
‘আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সুখ কামনা করছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন মানুষের শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করছি।’