ব্যান্ড হিসেবে ২৫টি বছর পাড়ি। বেশ কষ্টসাধ্য একটি ঘটনা। খুব কম ব্যান্ডই এতগুলো বছর পাড়ি দেয়ার ইতিহাস রচনা করেছে। আর সেই কাজটিই করে দেখিয়েছে দেশের শীর্ষ ব্যান্ড এলআরবি। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০১৬। যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত এতগুলো বছরে অনেক হাসি, কান্না, বেদনা, আনন্দ ও সেক্রিফাইসের কাব্য রচিত হয়েছে ব্যান্ডটিতে। সব বাধা পাড়ি দিয়েই আজ এলআরবি তারুণ্যের আদর্শ ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। এ ব্যান্ডটিকে দেখে অনেক নতুন ব্যান্ডের আবির্ভাব হয়েছে আমাদের সংগীত জগতে। নব্বইয়ের দশকে তারুণ্যের জোয়ারে ব্যান্ড সংগীত সর্বোচ্চ অবস্থানে ছিল। আর সেখানে যেতে অন্যতম বড় ভূমিকা রেখেছিল এলআরবি ও তার দলনেতা আইয়ুব বাচ্চু। সেই সময় থেকেই স্টেজে, অ্যালবামে অপ্রতিরোধ্য এলআরবি। অসংখ্য জনপ্রিয় গান তারা এই সময়ে ধারাবাহিকভাবে উপহার দিয়েছে। দেশের এ অন্যতম শীর্ষ ব্যান্ড ও তার ভক্তদের মিলনমেলা আজ। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে আজ এক কনসার্টে অংশ নেবে এলআরবি। বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হল-৪ এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টটির টাইটেল স্পন্সর দেশের বৃহত্তম স্থানীয় ও আন্তর্জাতিক গানের লাইব্রেরি রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ। নিজেদের জনপ্রিয় গানগুলো আজকের এই কনসার্টে পরিবেশন করবে এলআরবি। পাশাপাশি উঠে আসবে ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত এলআরবির পথচলার বিষয়টি। এরই মধ্যে ১০০০ (গোল্ডেন) ও ৫০০ (সিলভার) টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। অনলাইনে টিকিট কাটার জন্য টিকিটচাইডটকম এবং ঢাকায় অবস্থিত স্বপ্ন্ন সুপার স্টোরগুলো থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন যে কেউ। কনসার্টটির আয়োজক উইজার্ড শোবিজ। বর্তমান এলআরবির লাইনআপ হচ্ছে দলনেতা আইয়ুব বাচ্চু (লিড ভোকাল ও গিটার) স্বপন, (বেস গিটার), মাসুদ (গিটার), রোমেল (ড্রামার) ও শামীম (ম্যানেজার)। গত ২৫ বছর ধরে দেশের ঘরে ঘরে তরুণদের কাছে এক অবিস্মরণীয় নাম এলআরবি। ‘চল বদলে যাই’, ‘ঘুমন্ত শহরে’, ‘রুপালি গিটার, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘মাধবী’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ’, নীল জোছনাসহ এলআরবির অনেক জনপ্রিয় গানে শ্রোতারা যেমন উল্লসিত হয়েছে, তেমনি অনুপ্রেরণার ছায়া খুঁজে পেয়েছে। আরো খুঁজে পেয়েছে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও উৎসাহ। এলআরবি ও তারুণ্য যেন একই সূত্রে গাঁথা। নিজের গান ও কথায় আইয়ুব বাচ্চু সব সময়ই তারুণ্যের কথা বলেন। তাদের এগিয়ে যাওয়ার কথা বলেন। ২৫ বছর পাড়ি ও আজকের কনসাটে প্রসঙ্গে এলআরবির দলনেতা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, এতটা পথ আমাদের সঙ্গে শ্রোতারা ছিলেন। শ্রোতাদোর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা তাই গানে গানে জানাতে চাই। আজ গান হবে প্রাণ খুলে। বিশেষ করে আমরা ২৫ বছর পার করেছি। তাই তারুণ্যের জোয়ারে ভাসতে ও ভাসাতে প্রস্তুত এলআরবি। তবে কনসার্টে কি কি থাকছে সেটা এখনই বলতে চাই না। তার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। আজ এলআরবি ভক্তদের সঙ্গে দেখা হবে বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রী হলে, গলা মেলাবো সবাই একসঙ্গে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.