মঞ্চে আসলেন, দেখলেন জয় করলেন। বিষয়টি ছিল এরকমই। মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রী হলে দেশের শীর্ষ ব্যান্ড এলআরবির পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। হাজারো দর্শক এলআরবির গানের সঙ্গে গলা মিলিয়েছেন। উন্মাদনায় ভেসেছে তারুণ্য। ৫ ঘণ্টাব্যাপী এলআরবির গান ও দলনেতা আইয়ুব বাচ্চুর গিটারের জাদুতে অন্যরকম একটি সন্ধ্যা অতিবাহিত করেছেন শ্রোতা-দর্শক। অনেক শ্রোতাই বলেছেন, একেই বলে ব্যান্ড। একেই বলে গান। একেই বলে পরিবেশনা। এতটা বছর পরও একইভাবে পারফরম্যান্স করলেন এলআরবি ও আইয়ুব বাচ্চু। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রী হলে দেশের রক লিজেন্ড ব্যান্ড এলআরবির ২৫ বছর গোল্ডেন জুবলি উদযাপন কনসার্ট অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনের এ কনসার্টটি হয় সেলফোন কোম্পানি রবির পরিবেশনায়। আয়োজনে ছিল উইজার্ড শোবিজ। অনেক আগে থেকেই এ কনসার্টটির ঘোষণা দেয়া হয়েছিল। আর তাই তখন থেকেই এটিকে ঘিরে এলআরবি ভক্তদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করেছে। মঙ্গলবার কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই ভিড় বাড়তে থাকে নবরাত্রী হলের সামনে। ৫টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় কনসার্টস্থল। শ্রোতাদের বেশিরভাগই ছিল তরুণ। টিকিটের কনসার্ট হলেও ছাত্রদের এতে প্রবেশের অনুমতির বিষয়ে আয়োজক কর্তৃপক্ষকে আগেই অনুরোধ করেছিলেন আইয়ুব বাচ্চু। আর সে কারণে কনসার্টস্থলে ভিড়ও ছিল অনেক বেশি। বিকালে স্বমহিমায় স্টেজে আসে এলআরবি। বরবারের মতোই কালো রঙা টি-শার্ট পরে স্টেজে ব্যান্ডের সদস্যরা হাজির হন আলোর ঝলকানিতে। এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু হাত নাড়তেই করতালিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। নানা চমকে পরিপূর্ণ ছিল এলআরবির এ কনসার্ট। শুধু নিজেদের জনপ্রিয় গানই নয়, কনসার্টে আইয়ুব বাচ্চুর গিটারের সুরের মূর্ছনাও কনসার্টটিতে অন্যমাত্রা এনে দিয়েছিল। আয়োজনটি আরও বেশি বর্ণিল হয়ে উঠে যখন আইয়ুব বাচ্চুর সঙ্গে তার পুত্র আহনাফ তাজোয়ার আইয়ুবের গিটার পরিবেশনা শুরু হয়। বাপ-বেটার গিটার মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছেন দর্শক। করতালিতে বার বার আইয়ুব বাচ্চু ও তার পুত্রকে অভিবাদন জানিয়েছেন তারা। হাসতে দেখো গাইতে দেখো, সেই তুমি কেন এত অচেনা হলে, মাধবী, ঘুমন্ত শহরে, এখন অনেক রাত, রুপালি গিটারসহ নিজেদের প্রায় ৪০টি গান পরিবেশন করে এলআরবি। এদিকে আইয়ুব বাচ্চু কনসার্টের ফাঁকে ফাঁকে শুধু একটি কথাই বলেছেন শ্রোতাদের উদ্দেশে- ‘ইউ আর মাই অক্সিজেন’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.