দেশে চার বছরে এক হাজার ৮৫টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ২০১৫ সালে ২৯২টি শিশু, ২০১৪ সালে ৩৬৬টি, ২০১৩ সালে ২১৮টি এবং ২০১২ সালে ২০৯টি।
আর ২০১৬ সালের প্রথম তিন মাসে ১৫২ শিশু নির্যাতনের শিকার হয়েছে।রাজধানীর আসাদগেটের ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে গতকাল বুধবার শিশু অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। মূল প্রবন্ধে এএসডির প্রকল্প কর্মকর্তা ইউ কে এম ফারহানা সুলতানা বলেন, ২০১৫ সালে শিশুদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা আগের বছরের থেকে ২২৫ শতাংশ বেড়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আশরাফুজ্জামান। বক্তৃতা করেন এএসডির উপনির্বাহী পরিচালক মোজাম্মেল হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের শাকিল ফেরদৌস, কাপের রেবেকা সুলতানা, এসওএস শিশুপল্লীর হাসিনা পারভীন প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.