নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বাহ্যিকভাবে সারা দিন সুষ্ঠু হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। সেই সঙ্গে শেষ মুহূর্তে পর্দার অন্তরালে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে। এ সরকারের সময়ে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার ঘটনা আমরা বহুবার দেখেছি। সংশয় হচ্ছে, শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ঘটে কি-না। ভোটগ্রহণের সময় শেষ হওয়ার ২০ মিনিট পরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ ও ফলাফল নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন। রিজভী আহমেদ বলেন, বাহ্যিকভাবে যা দেখেছি, তাতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফলাফল গণনায় সত্যিকার অর্থে কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব। তবে পর্দার অন্তরালে কি হয় তা আমাদের জানা নেই। ফলাফল ঘোষণার পর বলতে পারবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রার্থী তো বলেছেন- নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। যদি সত্যিকার অর্থে কোনো কারচুপি না হয়, তাহলে জনগণের ইচ্ছা মেনে নেব। তবে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু করা যায়। শেষ মুহূর্তে প্রভাব বিস্তার করে ফলাফল অনুকূলে নিতে পারে। তাই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে আহ্বান, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পর্দার অন্তরালে যেন কোনো কিছু না ঘটে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী এজেন্টদের ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত দৃষ্টিসীমার মধ্যে সতর্ক অবস্থানের আহ্বান জানান তিনি। এর আগে দুপুর একটার ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে নির্বাচন স্বাভাবিকই দেখছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন পর্যন্ত সহযোগিতা করছেন। বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক আছে। সকাল থেকে ভোটাররা ও বিএনপির কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে আছেন। যারা ঘনকুয়াশা উপেক্ষা করে সকাল সকাল ভোট দিতে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। রিজভী আশাপ্রকাশ করে বলেন, ভোটকেন্দ্রের এই পরিস্থিতি বজায় থাকলে ধানের শী?ষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদায় বেলায় ঘুরে দাঁড়িয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে ইতিহাস হয়ে উঠুন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে স্থির হয়ে থাকা গণতন্ত্রের চাকা আবার ঘুুরতে শুরু করবে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবে না যাতে নাসিক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। কারণ অবাধ ও সুষ্ঠু ভোটের যেদেশে আকাল সেদেশে ভোটাধিকার প্রয়োগ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তাছাড়া, এদেশে গণতন্ত্র এখনো দুর্বল, তাই গণতন্ত্রকে সতেজ ও বলশালী করার জন্য ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি। এর আগে সকাল পৌনে ১১টায় প্রথম দফা ব্রিফিং করেন রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাহ উদ্দিন, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম আলীম, মুনির হোসেন, নাজিম উদ্দিন আলম, ওমর ফারুক সাফিন প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.