দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ব্যবস্থার প্রশ্নে কিছুটা যেন বিচ্ছিন্নই হয়ে পড়েছে বাংলাদেশ। আইসিসির এ পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের মতো জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোও পড়তে পারে হুমকির মুখে। কিন্তু দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ব্যবস্থার বিরুদ্ধে এককভাবেই লড়তে হয়েছে বাংলাদেশকে। আইসিসির বার্ষিক সভায় শুধু বাংলাদেশই এ প্রস্তাবের বিরোধিতা করেছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান।
দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের পরিকল্পনা বাস্তবায়ন হলে বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হারাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো নিচের সারির দলগুলো। শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজকেও নেমে যেতে হতে পারে দ্বিতীয় স্তরে। সত্যিই তেমনটা হলে তা যে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে, তা স্বীকারই করে নিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তবে আইসিসির সভায় শেষ পর্যন্ত বিরোধিতা এসেছে শুধু বাংলাদেশের কাছ থেকেই। বাংলাদেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ, যারা সভায় এ প্রস্তাবের বিরোধিতা করেছিল। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। কিন্তু কে বিরোধিতা করল আর কে করল না, তা কোনো বিষয় না। সিদ্ধান্তটা নেওয়া হবে ভোটের মাধ্যমে। ফলে এক বা দুজন যদি ভোট না দেয়, তাহলে কিছু যায়-আসে না। কিন্তু আমার মনে হয় না আইসিসিতে এই প্রস্তাব পাস করাটা খুব সহজ হবে। এটা খুবই কঠিন প্রক্রিয়া।’
আইসিসির এ সভায় অবশ্য কোনো সিদ্ধান্ত নেওয়াও হয়নি দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট নিয়ে। বিষয়টি আরো ভালোভাবে আলোচনা করা হবে আগামী সেপ্টেম্বরে আইসিসির পরবর্তী সভায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.