সবার মনোযোগ তার দিকে। আর তাতে কিছুটা হতচকিত ভাব তো আছেই। এরপরও পা ছোঁয়া ড্রেসে রুবি ইবারা পালন করলেন তার ১৫তম জন্মদিন। মেক্সিকোর মধ্যভাগে একটি র্যাঞ্চে পালিত হয় অনুষ্ঠান। কেন তার জন্মদিনের অনুষ্ঠান আলোচিত? কারণ, তার পিতা অনলাইনে তার জন্মদিন উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। আর ওই ভিডিও ছড়িয়েছে পুরো দেশে। লাখো মানুষ ওই আমন্ত্রণে সাড়া দিয়ে জানিয়েছে তারা উপস্থিত হবেন। অবশেষে কয়েক হাজার মানুষ সত্যিই উপস্থিত হয়েছিলেন। এ খবর দিয়েছে এপি। খবরে বলা হয়, অনুষ্ঠানে কেবল সাংবাদিক ও ফটোগ্রাফারই ছিলেন কয়েক ডজন। তাদের মাঝখান দিয়ে পথ বের করে পরিবারের সদস্যরা রুবিকে নিয়ে গেলেন কেক কাটার মঞ্চে। মঞ্চে বিশাল বিলবোর্ডে লেখা ছিল: ‘ওয়েলকাম টু মাই ফিফটিন্থ বার্থডে পার্টি’। তাঁবুতে আর খাওয়ার টেবিলে খচিত ছিল রুবির ছবি। মেক্সিকোয় মেয়ের বয়স ১৫ পেরুলেই বড় আর ব্যয়বহুল অনুষ্ঠান করেন পিতামাতা যাতে তাদের মেয়ে একদিনের জন্য হলেও রাজকন্যা হয়ে থাকে। অনেকটা আমেরিকার ‘সুইট সিক্সটিন’-এর আদলে। মূলত, ডিসেম্বরে রুবির জন্মদিনের পার্টির কথা ছড়িয়ে পড়ে মেক্সিকো ছাড়িয়ে অন্যান্য দেশে। স্থানীয় এক ইভেন্ট ফটোগ্রাফার তার ফেসবুক পেইজে রুবির বাবার একটি বার্তা সংবলিত ভিডিও প্রকাশ করেন। সেখানে রুবির পিতা বলেন, অনুষ্ঠানে থাকবে প্রচুর খাবার, ঘোড়দৌড় আর ব্যান্ডদল। থাকবে পার্টি আর পুরস্কারও! ভিডিওর সবশেষে তিনি বলেন, ‘সবাইকে আন্তরিকভাবে নিমন্ত্রণ’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.