সংসার ভাঙন, প্রেম-বিচ্ছেদ-এসব দিয়ে বলিউডের ২০১৬ সাল শুরু হয়। একের পর এক ঘটনাগুলো দর্শককে হতাশ করে তোলে। বছরের প্রথম মাসেই খবর আসে বলিউডের বহুল আলোচিত তারকাজুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফের সম্পর্ক বিচ্ছেদ। বিয়ের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও হঠাৎ তাদের সম্পর্ক ফাটলে মন ভেঙে যায় অনেকের। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়। এরই কিছুদিন পর অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক ভেঙে যায়। পরে অবশ্য দু’জনের মধ্যে মিলও হয়। সমসাময়িক সময়ে অভিনেত্রী মালাইকা আরোরা ও আরবাজ খানের বিবাহিত জীবনের ইতি হওয়ার খবরে আরো হতাশা নেমে আসে সবার মাঝে। একের পর এক সম্পর্কগুলো ভাঙ্গতেই থাকে। এরই মাঝে আরেক সুপারস্টার হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের মধ্যকার আইনি লড়াই ব্যাপক হইচই ফেলে দেয় সর্বত্র। অবশ্য বছরের শেষের দিকে তাদের এই আইনি লড়াইয়ের সমাপ্তিও ঘটে। তবে এতসব খারাপ খবরের মাঝেও বলিউডের ছবিগুলোর একের পর এক সফলতা পাওয়ার খবর অবশ্যই সুখকর ছিল। আর সেটার দিকেই মুখিয়ে থাকতেন সব সিনেমাপ্রেমী। ২০১৬ সালের শীর্ষ ১০ ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় অর্ধেকই জীবিত কিংবা মৃত ব্যক্তিদের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ধারার ছবি ছবি। আর এগুলোই ছিল বলিউডের এবারের প্রধান আকর্ষণ। লক্ষ্যণীয় বিষয় হলো, খেলোয়াড়ের জীবনধর্মী ছবি এখানে দুটি। এর মধ্যে কুস্তিগীর সুলতান আলী খানের গল্প নিয়ে নির্মিত ‘সুলতান’-এর ধারে কাছে নেই কেউ। শুধু ভারতেই এর আয় হয়েছে ৩০০ কোটি রুপিরও বেশি। যশরাজ ফিল্মসের প্রযোজনা ও আলি আব্বাস জাফরের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার সালমান খান। তার বিপরীতে আছেন আনুশকা শর্মা। সুলতানের অর্ধেকেরও কম আয় হয়েছে ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনধর্মী ছবি ‘এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র। নীরাজ পান্ডে পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, দিশা পাতানি, কিয়ারা আদভানির মতো উঠতি তারকারা। সালমান বছরের সর্বাধিক আয় করা ছবির তারকা হলেও সাফল্যের দিক দিয়ে ২০১৬ সালে সবচেয়ে এগিয়ে থাকা তারকার নাম অক্ষয় কুমার। শীর্ষ ১০ ব্যবসাসফল ছবির তিনটিরই নায়ক তিনি। এক বর্ষপঞ্জিকায় একই অভিনেতার এমন সাফল্য বলিউডে বিরল। নব্বইয়ের দশকে সংঘটিত ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিতে সাজানো ‘এয়ারলিফট’ এবং নানাবতি মামলার সত্যি ঘটনা নিয়ে নির্মিত ‘রুস্তম’- অক্ষয় অভিনীত এ দুটি ছবিই আয় করেছে ১২৫ কোটি রুপির চেয়ে বেশি। প্রথমটিতে তার বিপরীতে নিমরাত কৌর এবং পরের ছবিতে তার নায়িকা ইলিয়েনা ডি’ক্রুজ। অক্ষয়ের আরেক ছবি ‘হাউসফুল’ সিরিজের তৃতীয় কিস্তির আয় ছাড়িয়েছে সেঞ্চুরির ঘর। সেরা দশে এবার একমাত্র কমেডি ছবি এটাই। সাহসী বিমানবালা নীর্জা ভানোটের জীবনের গল্পও মন ভরে দেখেছে দর্শকরা। ফলে ‘নীর্জা’ নামের ছবিটিও করেছে ভালো ব্যবসা। সাহসিকতার জন্য সবচেয়ে কম বয়সে ভারতের অশোকচক্র পুরস্কার জয়ী বিমানবালা নীর্জা চরিত্রে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে প্রশংসিত হয়েছেন সোনম কাপুর। যশরাজ ফিল্মসের আরেক ছবি ‘ফ্যান’ও এক হিসেবেই জীবন নির্ভর ছবি। এটি তৈরি হয়েছে শাহরুখ খানের মতো সুপারস্টার ও তার অন্ধভক্তের গল্প নিয়ে। অবশ্য এটি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারেনি। শীর্ষ ১০ ব্যবসাসফল ছবির অভিনেতাদের মধ্যে আরও আছেন অজয় দেবগণ (শিবায়), রণবীর কাপুর (অ্যায় দিল হ্যায় মুশকিল), টাইগার শ্রফ (বাঘি)। ব্যবসার দিক দিয়ে সেরা দশে জায়গা করে নেয়া ছবির অভিনেত্রীদের মধ্যে এগিয়ে আনুশকা শর্মা। ‘সুলতান’ ছাড়াও তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আছে তালিকাটিতে। করণ জোহরের এ ছবিটির আরেক নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন। এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ব্যবসায় এগিয়ে থাকা ছবির তালিকায় আছে শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’। তবে বছরের একেবারে শেষ দিকে আমির খান ‘দঙ্গল’ দিয়ে বেশ নতুনভাবে সাড়া জাগিয়েছেন এছবিটি মুক্তির প্রথম তিনদিনেই পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.