নতুন বছরে আবারো ফিরছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ছবির নাম ‘এক কোটি টাকা’। ছবিটি পরিচালনা করছেন চিত্রনাট্যকার ছটকু আহমেদ। মানবজমিনকে তিনি বলেন, ১লা জানুয়ারি থেকে ‘এক কোটি টাকা’ ছবির শুটিং শুরু হবে। অনেক সুন্দর একটি গল্পের ছবি এটি। একটি ছোট মেয়ে লটারিতে এক কোটি টাকা পায়। এরপর তার জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। এ ছবিতে ডিপজলের পাশাপাশি বাপ্পি ও অমৃতা খান কাজ করার জন্য আপাতত চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের ঘোষণা ৩১শে ডিসেম্বর দেয়া হবে। এ ছবির পাশাপাশি সেদিন আরেকটি ছবির মহরত অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ডিপজল আবারো কাজে ফিরছেন। এদিকে তার মেয়ে ওলিজা ‘মেঘলা’ নামে একটি ছবি পরিচালনা করবেন। কয়েকদিন আগে কক্সবাজারে ও চট্টগ্রামে ছবির জন্য লোকেশন দেখতে গিয়েছিলেন অভিনেতা ডিপজল ও তার কন্যা ওলিজা। মোট সাতটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ডিপজল। বর্তমানে এসব ছবির গল্প লেখার কাজ চলছে। ওলিজা ছাড়াও দেশের অন্য স্বনামধন্য কিছু পরিচালকও ছবিগুলো পরিচালনা করবেন। ওলিজা বিদেশ থেকে মেকআপের ওপর পড়াশোনা করেছেন। এমনকি হলিউডের কিছু ছবিতেও তিনি কাজ করেছেন। উল্লেখ্য, ডিপজল অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছিল ‘অনেক দামে কেনা’। জাজের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। আর এ ছবিতে ডিপজলের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেন মাহি ও বাপ্পি। শুধু চলচ্চিত্র প্রযোজনা বা অভিনয়ের মধ্যে এবার নিজেকে সীমাবদ্ধ রাখবেন না এই অভিনেতা। তিনি দেশজুড়ে বেশকিছু সিনেপ্লেক্স নির্মাণের কথাও ভাবছেন। প্রাথমিকভাবে আগামী বছরে একশ’র বেশি সিনেপ্লেক্স নির্মাণ করবেন বলেও জানিয়েছেন ডিপজল। দর্শকদের আগের মতো সিনেমা হলে ফিরে আনতে চান এই অভিনেতা। ডিপজল অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘টাকার পাহাড়’, ‘কষ্ট’, ‘তেজি’, ‘ঝড়’, ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘কোটি টাকার কাবিন’, ‘ইতিহাস’, ‘স্বামী ভাগ্য’, ‘এক জবান’ ইত্যাদি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.