বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই যে নির্বাচন সুষ্ঠু হবে তারও কোনো গ্যারান্টি নেই। এজন্য ভোটের সময় নির্বাচন সহায়ক সরকারকেও নিরপেক্ষ হতে হবে।
আজ মঙ্গলবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় খালেদা জিয়া এসব কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বিনিময় করতে আসা শিশুদের সঙ্গে বড়দিন উপলক্ষে কেক কাটেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, একটা স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই যে দেশে ভোট সুষ্ঠু হবে তা কোনো কথা নয়। তার জন্য প্রয়োজন ভোট চলাকালীন একটি সহায়ক সরকার। যেটাকে বলছি নিরপেক্ষ সরকার। সেখানে কোনো দল থাকার দরকার নেই। নামকরা অনেক ভালো ভালো ব্যক্তি আছেন তাঁদের নিয়ে একটা সহায়ক সরকার হতে পারে। সে সরকারের মাধ্যমে যদি হয় যেখানে কেউ কোনো কারচুপি করার বা কাউকে ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না- এ রকম একটা কমিশন বা সরকার হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে।’
সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকায় মানুষের কথা বলারও কোনো অধিকার নেই, নেই আইনের শাসনও।’ তিনি আরো বলেন, ‘এ দেশে সরকারি দলের জন্য এক রকম বিচার, আর সরকারবিরোধীদের জন্য আরেক রকম।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.