প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮১টি এবং জেএসসিতে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গত বছর এ পরীক্ষায় ৯১ হাজার ২২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। আর ১৪৮টি প্রতিষ্ঠানের সবাই ফেল করে। এই হিসাবে এবার সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৫২টি। আর শতাভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৭টি। প্রাথমিকে ৮৫ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; আর ৫৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। অন্যদিকে ইবতেদায়িতে এবার ৮ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; ২৬টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি। অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে; ২৮টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। গত বছর জেএসসি-ডেসিতে ৮ হাজার ৫৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এই হিসবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬৭টি বেড়েছে। আর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৫টি। জেএসসিতে এবার ঢাকা বোর্ডের ১ হাজার ১২৯টি, রাজশাহীর ১ হাজার ৫১৭টি, কুমিল্লার ৩৪৮টি এবং যশোর বোর্ডের ৯৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। আর চট্টগ্রাম বোর্ডের ১৯২টি, বরিশালে ৯১৯টি, সিলেটে ২৪৪টি, দিনাজপুর বোর্ডের ৮৯৯টি এবং মাদ্রাাসা বোর্ডের ৩ হাজার ২০৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মাদ্রসা বোর্ডের ২০টি, দিনাজপুর বোর্ডের ৬টি এবং ঢাকা ও রাজশাহী বোর্ডের একটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.