শেরপুরে জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর সাড়ে ৩টায় জেলা নির্বাচন অফিসের নিচতলায় সদর উপজেলা নির্বাচন অফিসের গোডাউনে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় ৩শ’ স্বচ্ছ ব্যালট বাক্স পুড়ে গেছে। ওইসময় আগুন দেখে অফিসে থাকা কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি ও র্যাবসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ
মোখলেছুর রহমান জানান, আনুমানিক সাড়ে ৩টার দিকে কে বা কারা জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাঁচ ভেঙে গোডাউনে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে আগুন দেয়। পরে আগুন লাগতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রাদির কোনো ক্ষতি না হলেও প্রায় ৩০০ স্বচ্ছ ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।