শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর জন্মদিন আজ। আজকের দিনে তিনি পঞ্চাশ বছর পূর্ণ করে ৫১তে পা রাখলেন। তবে জীবনের এই বিশেষ দিনে কোনো বিশেষ আয়োজনই করছেন না গুণী এই সংগীতশিল্পী। মূলত ছোটবেলা থেকেই সেলিম চৌধুরীর জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন করা হতো না। জন্মদিনে বিশেষ কিছু করতে হবে এমন রীতিনীতিও ছিলো না তার পরিবারে। তাই বড় বেলায় এসেও জন্মদিনে কখনোই তেমন কিছু করেন না সেলিম চৌধুরী। তবে আজকের দিনে বাংলাদেশ টেলিভিশনের ‘মালঞ্চ’র একটি রেকর্ডিং-এ অংশ নিবেন তিনি। পাশাপাশি রাতে একটি স্টেজ শোতে অংশ নিবেন। নিজের জন্মদিন প্রসঙ্গে সেলিম চৌধুরী বলেন, প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে কাটবে আজকের দিনটি। তবে জন্মদিনে আমার ভক্ত, শ্রোতাসহ দেশবাসীর কাছে দোয়া চাই যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। শ্রোতাদের যেন আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। গানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো না সেলিম চৌধুরীর। তবে তিনি গানের বিষয়ে বিভিন্ন সময়ে সহযোগিতা নিয়েছেন মীর লিয়াকত আলী, সুজেয় শ্যাম’সহ আরো বেশ কয়েকজনের কাছ থেকে। সেলিম চৌধুরীর প্রথম গানের অ্যালবাম ‘কবিতার মতো চোখ’ ১৯৮৯ সালে সেলেক্সের ব্যানারে বাজারে আসে। প্রথম অ্যালবামের মিল্টন খন্দকারের লেখা ‘কবিতার মতো চোখ যে তোমার’ এবং রাধা রমনের ‘কারে দেখাবো মনের দুঃখ গো’ গান দুটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। আলোচনায় চলে আসেন সেলিম চৌধুরী। এরপর বাজারে আসা তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘মধু পূর্ণিমা রাতে’, ‘সজনী’, ‘প্রথম প্রেম’, ‘আইজ পাশা খেলবো’, ‘রূপ সাগরে’, ‘হাজার টাকার বাগান’, ‘একদিন তোর হইবোরে মরণ’, ‘টিয়া চন্দনা’ ইত্যাদি। তার সর্বশেষ একক অ্যালবাম হচ্ছে ‘বাউল বাতাস’ যা সাউন্টেক থেকে ২০১৩ সালে বাজারে আসে। ‘প্রেমের সমাধি’ চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রেও গান গেয়েছেন সেলিম চৌধুরী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.