শনিবার বিকাল ৫টা ২৫ মিনিট। শীতের এ সন্ধ্যার আকাশ কালের গহ্বরে নেবে ২০১৬ সালের শেষ সূর্য। রোববার ভোরের সূর্য উদয় ঘটাবে ২০১৭ সালের। বর্ষের বিদায় ও বরণ নিয়ে ৩১শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ১লা জানুয়ারি প্রথম প্রহর পর্যন্ত ‘থার্টিফার্স্ট নাইট’ নিয়ে মাতোয়ারা থাকছে কক্সবাজার। পর্যটকদের জন্য ৩০শে ডিসেম্বর থেকে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে তিন দিনব্যাপী ‘বিচ কার্নিভাল’ চলার কথা উল্লেখ করে কিছু প্লে-বোর্ড টাঙানো হয়েছে শহরের মোড়ে মোড়ে। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত এ কার্নিভালে লাইভ কনসার্টের পাশাপাশি ফুড ফেস্টিভাল, ট্যুরিজম ফায়ার, কিডস এন্টারটেইনমেন্ট, লেজারশো, ফায়ারওয়ার্ক, ফানুস ও ঘুড়ি ওড়ানো উৎসব আয়োজনের কথা বোর্ডে উল্লেখ রয়েছে। অনেক গণমাধ্যমসহ পর্যটন সংশ্লিষ্টদের অন্ধকারে রেখে সরকারি এ আয়োজনের পাশাপাশি প্রতিবছরের মতো তারকা হোটেলগুলোও যে যার মতো আয়োজন করছে নানা অনুষ্ঠানের। দেয়া হচ্ছে ছাড়ের নানা প্যাকেজ। তারকা হোটেল ওশান প্যারাডাইসের অপারেশন ইনচার্জ সাবেক অতিরিক্ত সচিব মো. হায়াত খান জানান, প্রতিবছরের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে, এবার শুধু অভ্যন্তরীণ অতিথিদের জন্যই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। বিশেষ ছাড়ে খাবারের কুপনের সঙ্গে বল রুমে কিংবা হোটেলের ছাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন অতিথিরা। অতীত অভিজ্ঞতায় নিরাপত্তার কথা চিন্তা করে বাইরের কাউকে এবার অনুষ্ঠান দেখার অনুমতি দেয়া হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে, রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে পূর্বের অনুষ্ঠানগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করায় এবার থার্টিফার্স্ট নাইটে হোটেলে কোনো ধরনের আয়োজন থাকছে না বলে উল্লেখ করেন কক্সবাজারের আরেক তারকা হোটেল দ্যা কক্স-টু-ডে’র রুম ডিভিশন ম্যানেজার অং ছা চিং চাক। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে হোটেলে অবস্থান করা অতিথিদের ফ্রি-তে বিচের আয়োজন উপভোগ করার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি। একদিকে চলমান বাণিজ্য মেলা, অপরদিকে বিচ কার্নিভাল ও বেসরকারি টেলিভিশনের লাইভ-শো এবং অন্যদিকে সন্ধ্যার পর অনুষ্ঠান না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা-সব মিলিয়ে তারকা হোটেল লং বিচও এবার কোনো আয়োজন রাখেনি বলে জানিয়েছেন সেলস্ এন্ড রিজার্ভেশন কর্মকর্তা সরোয়ার হাসান। তবে, গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশারফ হোসেনের মালিকানাধীন হোটেল সায়মন বিচ রিসোর্টেও ইনহাউজ গেস্টদের জন্য থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে জানিয়েছেন এফ এন্ড বি ম্যানেজার ইমরান হোসাইন। স্বল্প মূল্যের বুফে মেনুর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)’র চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ বলেন, বর্তমান বিশ্বে পর্যটন একটি প্রতিশ্রুতিশীল শিল্প। কক্সবাজার সৈকতকে ঘিরে এটির বিকাশ ক্রমেই অব্যাহত রয়েছে। এখন একসঙ্গে লাখো পর্যটকের আবাসন নিশ্চিত হচ্ছে ভবিষ্যতে পরিকল্পিত ভাবে আরো বাড়বে আবাসন সংখ্যা। আমরা এখানে পুরো বছরই স্বাচ্ছন্দ্য ভরে পর্যটন সেবা নিশ্চিত করতে চাই। ক্রমে এটি প্রতিষ্ঠা পাবে, আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.