বুলগেরিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।এর আগে গতকাল বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশের এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে সোফিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং বুলগেরিয়ার প্রটোকল চিফ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বুলগেরিয়ার ন্যাশনাল গার্ড ইউনিট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। গত ১৫ মে বুলগেরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তবে প্রথম দুইদিন লন্ডনে যাত্রাবিরতি করেন তিনি।