বছরের শেষদিন ছিল শনিবার। সবাই যখন নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজল নতুন বছরে আবারো অভিনয়ে ফেরার ঘোষণা দিলেন। ওইদিন সন্ধ্যায় ডিপজলের ফুলবাড়িয়ার বাড়িতে তার প্রযোজনায় নতুন দুটি ছবির মহরত অনুষ্ঠিত হয়। সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মেয়ে ওলিজা মনোয়ার, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ, চিত্রনায়িকা অঞ্জনা, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক মনতাজুর রহমান আকবর, শাহিন সুমন, অভিনেতা মিজু আহমেদ, বাপ্পি চৌধুরী, ডিজে সোহেল, অমৃতা খান, শিশুশিল্পী চাঁদ, আবদুল্লাহ জহির বাবুসহ আরো অনেকে। অনুষ্ঠানে অভিনেতা ডিপজল বলেন, আমি অনেকদিন থেকেই চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। তবে আমার রক্তে চলচ্চিত্র মিশে গেছে। এটার বাইরে আমি কিছু ভাবতে পারি না। আমি প্রতি মাসে কমপক্ষে দুটি ছবি মুক্তি দেবার চেষ্টা করবো। এরইমধ্যে সাতটি ছবির গল্প লেখার কাজ চলছে। এরমধ্যে দুটির কাজ আজ থেকে শুরু হবে। অমি-বনি কথাচিত্রের ব্যানারে ছবি দুটি হচ্ছে ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’। ছবি প্রযোজনার পাশাপাশি সিনেমা হল পুনঃসংস্করণের কাজও করবো আমি। আবারো দর্শক যেন সিনেমা হলে ভিড় করে সেই চেষ্টা থাকবে আমার। ছটকু আহমেদ পরিচালনা করবেন ‘এক কোটি টাকা’ ও ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার তার বাবার লেখা গল্পে ‘মেঘলা’ নামে একটি হরর ছবি নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন। দুটি ছবিরই সমান তালে কাজ চলবে। ওলিজা মনোয়ার দেশের বাইরে মেকআপ নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এমনকি হলিউডের কিছু ছবিতেও তিনি কাজ করেছেন। ওলিজা বলেন, নিজের পরিচালনায় হরর ছবির কাজটি সুন্দরভাবে করতে চাই। এ ছবি দিয়েই আমার অভিষেক হবে বাংলাদেশের চলচ্চিত্রে। তাই কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছটকু আহমেদ বলেন, আমার ছবির গল্পটি একটি মেয়ের লটারি পাওয়াকে কেন্দ্র করে। আর লটারিতে মেয়েটি এক কোটি টাকা পাবে। এর বেশি কিছু এখন বলতে চাই না। বাপ্পি, অমৃতা, ডিজে সোহেলসহ আরো অনেকে অভিনয় করবেন এতে। সুন্দরভাবে ছবিটির কাজ শেষ করতে চাই। অনুষ্ঠানে ডিপজল প্রয়াত বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের পরিবারকে এক লাখ টাকা, ভারতে চিকিৎসায় থাকা আরেক বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীকে এক লাখ টাকা, প্রয়াত চিত্রনাট্যকার যোশেফ শতাব্দির পরিবারকে এক লাখ টাকা ও পরিচালক সমিতির ফান্ডে প্রতি মাসে ৫০ হাজার করে টাকা দেবার ঘোষণা দেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.