গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়াকে নববর্ষের উপহার হিসেবে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল দিয়েছে রাশিয়া। বিশেষভাবে তৈরি ওই হাসপাতালটি জরুরি প্রয়োজনে বিমানযোগে যেকোনো স্থান থেকে স্থানান্তর করা যাবে। স্থানান্তরের সময় হাসপাতালে ব্যবহৃত যাবতীয় চিকিৎসাসামগ্রী এবং ওষুধপত্র সঙ্গে নেয়া সম্ভব। সংবাদসূত্র : আরটি, স্পুৎনিক ইন্টারন্যাশনাল গত নভেম্বরে প্রথম এই হাসপাতালটি সিরিয়ায় পাঠায় মস্কো। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় তখন থেকেই হাসপাতালটি সেবা দিয়ে আসছিল। তবে এর নিয়ন্ত্রণ ছিল রুশ চিকিৎসক ও কর্মীদের হাতে। রোববার এটি সিরীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে রাশিয়া। মস্কো প্রশাসনের পক্ষ থেকে একে সিরীয়দের প্রতি নববর্ষের উপহার বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতালটির মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাগজপত্র স্থানীয় সময় রোববার আলেপ্পোয় পেঁৗছে। জানা গেছে, ভ্রাম্যমাণ এই হাসপাতালে এ পর্যন্ত প্রায় ১৫০০ রোগীর চিকিৎসা করা হয়েছে। ১৬ ইউনিটের হাসপাতালটি প্রতিদিন ২০০ রোগীকে সেবা দিতে পারে। এছাড়া এতে তিনটি অপারেশন থিয়েটার, একটি নিবিড় পরিচর্যা বা ইনটেনসিভ কেয়ার রুমও রয়েছে। রাশিয়ার ‘জরুরি মন্ত্রণালয়ের’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলেকস্যান্ড রোমানোভ বলেন, ‘আমি আশা প্রকাশ করছি, সিরিয়ায় দরিদ্রদের চিকিৎসার অভাব মেটাতে ভ্রাম্যমাণ এই হাসপাতালটি কিছুটা হলেও ভূমিকা রাখবে।’