নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ই-শিক্ষার উপকরণ তৈরি করা হলো। পাশাপাশি শিক্ষকদের জন্যও পাঠদানে সহায়ক এমন উপকরণ (ই-ম্যানুয়াল) চালু করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব উপকরণ পাওয়া যাবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এসব উপকরণ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও জ্ঞানী করতে তথ্যপ্রযুক্তির দরকার রয়েছে। এসব উপকরণ তারই অংশ। বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন তাঁর বক্তৃতায় বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে সবার জ্ঞান বাড়ছে। শিক্ষার মান বেড়েছে। শিক্ষার্থীদের জন্য করা ই-শিক্ষার উপকরণের ফলে তারা অনলাইনে পাঠ নিতে পারবে। তেমনি শিক্ষকেরাও পাঠদানের জন্য পরিপূর্ণ একটি গাইডলাইন পাবেন ডিজিটাল মাধ্যমে। টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই-২) প্রকল্পের আওতায় এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) সহযোগিতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামগ্রিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব কনটেন্ট তৈরি করা হয়েছে। এতে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) সহায়তা করেছে। ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান অনুষ্ঠানে বলেন, ডিজিটাল বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে ই-শিক্ষা, ই-স্বাস্থ্য, ই-কৃষি বাস্তবায়ন। ই-শিক্ষায় এসব উপকরণ ভূমিকা রাখবে। এতে আরও বক্তব্য দেন মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এডিবির জ্যেষ্ঠ সোশ্যাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান, টিকিউআই-২-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহির উদ্দীন বাবর। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, ইংরেজি, হিসাববিজ্ঞান—এসব বিষয়ের অনুশীলনগুলো পাওয়া যাবে ই-শিক্ষার উপকরণে। প্রতিটি বিষয়ের ওপর অ্যানিমেশন, সিমুলেশন, ডায়াগ্রাম, ইমেজ, ইন্টার-অ্যাকটিভ টেস্ট, বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। অন্যদিকে শিক্ষকদের জন্য করা উপকরণে ক্লাসে সঠিক উপায়ে পাঠদান, পাঠদানের পদ্ধতি, পাঠ পরিকল্পনা-বিষয়ক সম্পূর্ণ রূপরেখা রাখা হয়েছে। এস এম নজিবুল্লাহ চৌধুরী
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.