আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস চেয়ারম্যান এ আর মন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার নিকট থেকে লাইসেন্সকৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিতিত্বে রাজধানীর উত্তরার মাসকট প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সোমবার গ্রেপ্তারকৃত নাট্য অভিনেতা মন্টুকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিসেম্বর মাসে মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনের ঘটনায় নাট্য অভিনেতা ও রোজ কসমেটিকস এর চেয়ারম্যান এআর মন্টুর নামে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতোদিন পলাতক থাকার পর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার মাসকট প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত নাট্য অভিনেতা এআর মন্টুকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি ও শ্রমিক নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।