টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন নমিরা। ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন। তবে গত এক বছর ধরে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন এ মডেল-অভিনেত্রী। বর্তমানে পাঁচটি ধারাবাহিকে নিয়মিত কাজ করে যাচ্ছেন নমিরা। এগুলোর মধ্যে রয়েছে আশুতোষ সুজনের পরিচালনায় বাংলাভিশনের ‘থ্রি সিস্টার্স’, ফেরদৌস হাসান রানার এনটিভির ‘মায়া’ ও এটিএন বাংলার ‘ফুল আর কাঁটা’, অনিরুদ্ধ রাসেলের ‘টাইম’ এবং নাজনীন হাসান চুমকির প্রচার প্রতীক্ষিত ‘নাগর দেলা’। অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে নমিরা বলেন, এ পাঁচটি ধারাবাহিকের কাজ করছি। বেশ ভালো গল্প। পাশাপাশি আরো কিছু নতুন কাজের ব্যাপারে কথা চলছে। আশা করছি শিগগিরই সব চূড়ান্ত হবে। এদিকে আরটিভিতে নিয়মিত প্রচার চলতি ‘অনাকাঙ্ক্ষিত সত্য’ ধারাবাহিকের নতুন বছরের পর্বেও অভিনয় করছেন নমিরা। তাছাড়া সমপ্রতি ২টি খণ্ড নাটকেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাচের অনুশীলন করেন নমিরা। সে সঙ্গে দেশ ও দেশের বাইরের শোগুলোতেও অংশ নেন তিনি। এ প্রসঙ্গে নমিরা বলেন, আমি ছোটবেলা থেকেই নাচ শিখে বড় হয়েছি। সেজন্য এ জায়গাটির প্রতি দুর্বলতা বেশি আমার। তবে অভিনয়টা যে এনজয় করি না তা কিন্তু নয়। ভালো গল্পের কাজ পেলে সেটা মিস করি না। উল্লেখ্য, ২০১১ সালের ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় ২য় রানার আপ হওয়ার পর থেকে নিয়মিত নাটকে ও টেলিছবিতে অভিনয় করে আসছেন নমিরা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ভুলোমন ভালোবাসা’, ইফতেখার আহমেদ ‘ফাহমির ফুঁ’, রেজানুর রহমানের ‘লসাগু গসাগু’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘টিকেট রহস্য’, ‘নীল খোঁজ’, ‘গাঙচিল’, ‘গ্রান্ড মাস্টার’ ইত্যাদি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.