মাইক্রোসফটের কর্ণধার তিনি। নিজস্ব মেধা ও শ্রম দিয়ে হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। কয়েক বছর ধরেই সেই আসনটা দখলে রেখেছেন। এবার তার নামের আগে যোগ হচ্ছে আরেকটি উপাধি। বিল গেটসের নামের আগে যোগ হচ্ছে ট্রিলিয়নিয়ার শব্দটি। এমনই দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল।
সম্প্রতি প্রকাশিত ‘AN ECONOMY FOR THE 99%’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে সংস্থাটি এ দাবি করে। আর যদি তা-ই হয়, তাহলে তিনিই হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে মাইক্রোসফট ছাড়ার সময় বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা ৫০০০ কোটি ডলার। ২০১৬ সাল শেষে সেই সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন বা ৭৫০০ কোটি ডলারে।
এতে আরো বলা হয়, এ হারে এগোতে থাকলে ২৫ বছরের মধ্যে ট্রিলিয়নিয়ার শব্দটি নিজের আগে যোগ হয়ে যাবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার।
অক্সফামের মতে, ২০৪২ সালে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছে বিশ্ব। ওই সময় তার বয়স হবে ৮৬। এরকমটি ঘটলে ৮৬তম জন্মদিনটা বিল গেটস-এর কাছে হবে ভেরি ভেরি ‘স্পেশাল’।
বিল গেটস তার সম্পদের বড় একটি অংশ মানবকল্যাণের জন্য গঠন করা নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় করে থাকেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.