ক্যারিয়ারের এক বর্ণিল সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক সবমিলিয়ে বেশ ব্যস্ত তিনি। সে সঙ্গে চলচ্চিত্রেও সরব অর্পণা। সমপ্রতি ক্যারিয়ারে পঞ্চম ছবি ‘ভুবন মাঝি’র শুটিং শেষ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন ফখরুল আরেফিন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মুক্তিযুদ্ধের সময় ও ২০১৩ সালের প্রেক্ষাপটে নির্মিত ‘ভুবন মাঝি’ ছবিটি এখনো মুক্তি প্রতীক্ষিত রয়েছে। তারই ধারাবাহিকতায় সমপ্রতি এই ছবির দুটি গান প্রকাশ হয়েছে। বছর শেষে গান দুটি শ্রোতাদের পছন্দের তালিকায়ও স্থান করে নিয়েছে। সমপ্রতি রেডিও এবিসি ৮৯.২ গত বছরের সেরা ৫০টি শ্রোতাপ্রিয় গানের তালিকা প্রকাশ করে। তাতে ৮ নম্বরে ‘আমি তোমারই’ ও ৪৪ নম্বরে ‘আমি বোতলে পুরেছি কান্না’ গান দুটি জায়গা করে নেয়। ছবি মুক্তির আগে ব্যাপারটি দারুণ আনন্দের সংবাদ বলে মনে করছেন অপর্ণা। ‘আমি বোতলে পুরেছি কান্না’ ও ‘আমি তোমারই’ গানটি গেয়েছেন সপ্তর্ষি ভৌমিক। গানটির সুরকার ও গীতিকার হিসেবে আছেন কলকাতার দোহার ব্যান্ডের সদস্য কালিকা প্রসাদ। আর সপ্তর্ষি ভৌমিকের লেখা ও মঞ্জুর বিপুলের সুর করা ‘আমি বোতলে পুরেছি কান্না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা শাহরিয়ার। ভুবনমাঝিতে মোট গান থাকছে চারটি। ছবির একটি গানে পরমব্রত কণ্ঠ দিয়েছেন। এই প্রথমবার অপর্ণা অভিনয় করলেন কলকাতার নায়ক পরমব্রতর বিপরীতে। এ নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, পরমব্রত ভালো অভিনেতা সেটা জানি। কিন্তু তার জানাশোনা শুধু অভিনয়ে নয়। সবক্ষেত্রেই ভালো জানেন। আর তাছাড়া একজন ভালো মনের মানুষ তিনি। পুরো টিমকে পরমব্রত সবসময় মাতিয়ে রাখতে পারেন। আমি সত্যিই মুগ্ধ হই তাকে দেখে। চলচ্চিত্র, নাট্যপরিচালক কিংবা অগণিত অনেক দর্শক অনায়াসেই এখন বলেন, অভিনয়ে বেশ পরিপূর্ণ অপর্ণা। চট্টগ্রামের এই মেয়ে অভিনয়ে নিজেকে খুব অল্প সময়ে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যেখানে তাকে নিয়ে বিশেষত চ্যালেঞ্জিং চরিত্রগুলো বেশ ভাবেন। এদিকে সর্বশেষ মুক্তি পেয়েছে অপর্ণা অভিনীত প্রসূণ রহমান পরিচালিত ‘সূতপার ঠিকানা’ চলচ্চিত্রটি। এতে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন অপর্ণা। মেয়েদের জীবনের নানা বাঁকের গল্প নিয়েই ছিল ‘সূতপার ঠিকানা’। এই চলচ্চিত্রে অভিনয় করেই অপর্ণা প্রথমবারের মতো অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অপর্ণা বলেন, আমার কাছে এটা ছিল জীবনের সবচেয়ে বড় অর্জন। জাতীয় চলচ্চিত্রের পুরস্কার আমায় বদলে দিয়েছে অনেকখানি। তখন থেকেই নিজেকে বেশ পরিপূর্ণ মনে হয়েছে। তবে তাই বলে বলবো না অভিনয়ে আমার জানা শেষ হয়ে গেছে। আমি এখনো শিখছি। যতই অভিনয়ের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছি ততই জানার পরিধি বাড়ছে। এরই মধ্যে ‘ভুবন মাঝি’ ছবির প্রচারণায়ও নেমে গেছেন অপর্ণা। সমপ্রতি ‘আমার পতাকা আমার বাংলাদেশ’ এমনই একটি শিরোনামে ছবির প্রচারণা করেছেন তিনি। ২০১৬ সালের বিজয় দিবস উপলক্ষেই মূলত এ কাজটি করেছিলেন অপর্ণা। তিনি জানিয়েছেন, শিগগিরই এ ছবির প্রচারণার উদ্দেশ্যে দেশ-বিদেশ ভ্রমণ করবেন। প্রসঙ্গত, ‘ভুবন মাঝি’ ছবির আগে অর্পণা আরো ৪টি ছবিতে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে- ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মৃত্তিকা মায়া’, ‘মেঘমল্লার’ ও ‘সুতপার ঠিকানা’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.