এমনিতেই গত বছর থেকে সংসার জীবনের নানা সমস্যা নিয়ে ঝামেলায় জড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান। আরবাজ খানের সঙ্গে আলাদা হয়ে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে নায়িকার জীবন। এরই মধ্যে সঙ্গে যোগ হলো নতুন বিতর্ক। সম্প্রতি বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আনুশকা শর্মা। তারই কিছুক্ষণ পর টুইটারে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান মালাইকা। কিন্তু ইনস্টাগ্রামে লেখা তার সেই প্রতিবাদী পোস্টটি আসলে নকল করা। বেঙ্গালুরুর ঘটনার প্রতিবাদ করে মালাইকা যা লিখেছেন, সেটা দর্শন মুকার নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়াতেই করা পোস্টের সঙ্গে হুবহু মিলে গেছে। সেই ব্যক্তির লেখা এবং নায়িকার পোস্টের প্রতিটি শব্দ এক। সোশ্যাল মিডিয়ায় দু’জনের পোস্টের সময় দেখলে বোঝা যায়, ওই ব্যক্তিই লেখাটা আগে লিখেছিলেন। তারপর থেকেই মালাইকার এই কপি-পেস্ট করা নিয়ে জোর গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, এ নিয়ে চারদিকে বেশ সমালোচনাও হচ্ছে। মালাইকার মতো এত সচেতন একজন অভিনেত্রী কিভাবে কাজটি করলেনÑএমনই প্রশ্ন উঠেছে তাকে ঘিরে। এদিকে আরবাজ খানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর অর্জুন কাপুর আর মালাইকার সম্পর্ক নিয়েও চলছে নানান গুঞ্জন। যদিও গণমাধ্যমে মালাইকা অর্জুনের সঙ্গে প্রেমের বিষয়টি নিছকই গুজব বলে দাবি করেছিলেন।