১৯৯৬ সালে সেগুনবাগিচার একটি সাবেকী ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদঘাটন হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। আটজন ট্রাস্টির উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের এই প্রয়াস গোড়া থেকেই ব্যাপক মানুষের সমর্থন ও সহায়তায় ধন্য হয়েছে। এই আটজন ট্রাস্টির মধ্যে লেখক ও সংস্কৃতিকর্মী মফিদুল হক নামটি আমাদের অনেকেরই অজানা কিন্তু যিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন একজন জেনোসাইড স্কলার হিসেবে Iগত ২০১৪ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি অফ মানিটবাতে অনুষ্ঠিত হয়েছিল International Association of Genocide Scholars (IAGS) Conference এবং তিনি সেখানে অংশগ্রহন করে ছিলেন সাস্কাটুন, কানাডার কমিউনিটি রেডিওর একমাত্র বাংলা অনুষ্ঠান “বাংলার গান ও কথা”র পক্ষ থেকে সুযোগ হয়েছিল তাঁর সাক্ষাত্কার গ্রহনের যেখানে তিনি মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে অকপটে বলে গেছেন সচরাচর কিছু না বলা কথা । প্রিয় শ্রোতা,বাংলার গান ও কথা’য় গত ২০১৬ সালের ডিসেম্বরে পুনঃ প্রচার করা হলো লেখক ও সংস্কৃতিকর্মী মফিদুল হক এর সাক্ষাত্কার ।
অনুষ্ঠানটি সকাল ১০.০০ টায় প্রচারিত হলো জেবুননেসা চপলার উপস্থাপনায়। অনুষ্ঠানটির কারিগরী সহযোগীতায় ছিলেন রঞ্জন দত্ত।
আপনারা ‘ বাংলার গান ও কথা ‘ শুনতে পাবেন প্রতি রবিবার সাস্কাটুন সময় সকাল ১০ টায় , বাংলাদেশ সময় রবিবার রাত ১০ টায় , কলকাতা সময় রাত ৯.৩০ টায়।
সরাসরি অনলাইনেও শুনতে পারেন নিচের লিঙ্কটিতে ক্লিক করে পৃথিবীর যেকোন প্রান্ত হতে
http://www.cfcr.ca/onair পৃথিবীর যেকোনো প্রান্ত হতে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.