নেকাব তৈরি এবং বিক্রি নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই ওই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এখন পর্যন্ত অবশ্য এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির লি৩৬০ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে লিখেছে, ‘দেশের সব শহর এবং উপশহরে এই পোশাকটি আমদানি, তৈরি এবং বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছি আমরা।’
নিরাপত্তাজনিত কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও গণমাধ্যমটি জানায়। এতে বলা হয়, যেহেতু অপরাধীরা অপরাধ সংঘটনে এ পোশাকটি ব্যবহার করে, তাই এই পদক্ষেপ।
মরক্কোর বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ মডারেট ইসলামে বিশ্বাসী। দেশটির বেশিরভাগ নারীই পর্দাপ্রথা পালনে হিজাব বা হেডস্কার্ফ পরে থাকেন। এতে তাদের মুখমণ্ডলের পুরোটা ঢাকে না। তবে উত্তরাঞ্চলের নারীরা তাদের পুরো মুখ ঢেকে রাখতে পছন্দ করেন।
সোমবার মরক্কোর অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার বিভিন্ন এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালান। সেখানকার ব্যবসায়ীদের নতুন সিদ্ধান্তের কথা জানান তারা। মরক্কোর উত্তরাঞ্চলের শহর তারোদান্তে ব্যবসায়ীদের বোরকা তৈরি ও বিক্রি করতে নিষেধ করা হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.