মোংলা বন্দরের হিরনপয়েন্টের অদূরে ১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে ‘এমভি আইজগাতি’নামের একটি কার্গো জাহাজ।
শুক্রবার সকাল ১০টার দিকে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে মোংলা বন্দরের ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কার্গো জাহাজটিতে থাকা ১২ নাবিককে অপর একটি জাহাজে উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
মাদার ভ্যাসেলে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান স্টিভিডরস মেসার্স নূরু এ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল জানান, বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ায় এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল ‘এমভি লেডিমেরি’থেকে বৃহস্প্রতিবার রাতে কয়লা বোঝাই করা হয় কার্গো জাহাজ ‘এমভি আইজগাতি তে। শুক্রবার ভোররাতে কার্গো জাহাজটি মোংলা বন্দরের উদ্যেশে ফেরার পথে ঘনকুয়াশা ও উত্তাল ঢেউয়ে পড়ে দিক হারিয়ে ডুবে চরে আটকে যায়। এ সময় যায় কয়লা বোঝাই কার্গো জাহাজটিন তলা ফেটে ডুবে। এর পর কার্গোর মাস্টার সহ-নাবিকরা সমুদ্রে ভাসতে থাকলে একই নৌ পথে আসা অপর একটি জাহাজে নাবিকদের উদ্ধার করে।
মাদার ভ্যাসেলের স্থানীয় শিপিং এজেন্ট এইচ টি বদিউল আলম জানান, ডুবে যাওয়া কয়লার মালিক ও আমদানি কারক যশোরের নওয়াপাড় ট্রের্ডাস। আর ডুবো যাওয়া কার্গো জাহাজটির মালিক খুলনা নৌ পরিবহন মালিক সমিতির মেম্বার ফারুক কাজী।
মোংলা কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. রাহাতুজ্জামান জানান, কার্গো ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের দুটি দল শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঘটনাস্থাল মোংলা বন্দর থেকে প্রায় ১শ’কিলোমিটার দূরে। সমুদ্রের মধ্যে এবং দূর্গম যাতায়াত ব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে।