বলেছিলেন আবারো চলচ্চিত্রে ফিরবেন। কথা রেখেছেন মডেল ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি আবারো নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। ফেব্রুয়ারি থেকেই নতুন চলচ্চিত্রে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। গ্রামবাংলার কাহিনী নিয়ে তৈরি হবে এ চলচ্চিত্রটি। এ প্রসঙ্গে মুক্তি মানবজমিনকে বলেন, দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরছি। আমার নতুন এ ছবির কাহিনীটি জেলে পাড়ার পরিবারের গল্প নিয়ে। অনেক সুন্দর একটি গল্প। অনেকে মনে করেছেন যে এটা সরকারি অনুদানের গল্প। তবে এটা সরকারি অনুদানের কোনো ছবি না। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন প্রাণ রায়। ফেব্রুয়ারি থেকে এ ছবির কাজ শুরু হবে। ছবির প্রযোজনা সংস্থা ও পরিচালকের নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। অনেক চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মানদীর মাঝি’ চলচ্চিত্রে চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। এটি মুক্তির আগেই তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে অভিনয় করে মুক্তি বেশ প্রশংসিত হন। এ চলচ্চিত্রের ‘তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো’ গানটি এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই’, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, রায়হান মুজিবের ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, এফ আই মানিকের ‘পিতামাতার আমানত’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। সম্প্রতি মুক্তি একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। খুব শিগগিরই ফার্নিচারের এ বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে তাকে। এটি নির্দেশনা দিয়েছেন কায়েস চৌধুরী। চলচ্চিত্রের পাশাপাশি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘খোলাজানালা’, ‘শ্রাবন্তীর ঘর-সংসার’, ‘বউ’, ‘বউ টুবানির ফুল’, ‘হঠাৎ কোনোদিন কখনো’, ‘আমি আবার আসব’ ইত্যাদি। মুক্তি অভিনীত সবশেষ চলচ্চিত্র দু’টি হচ্ছে ‘এ দেশ তোমার আমার’ ও ‘লীলা মন্থন’। এ চলচ্চিত্রগুলো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ছবিগুলো মুক্তি পেলে দর্শক পছন্দ করবে। কারণ ছবিগুলোর মধ্যে একটা আলাদা বক্তব্য রয়েছে। দুটি ছবিই বেশ ভালো গল্পের। অনেকদিন ধরেই ছবি দুটি সেন্সরে আটকা রয়েছে। বিয়ে ও সন্তানের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মুক্তি। তার মেয়ে দরদী এখন ইংরেজি মিডিয়ামে স্ট্যান্ডার্ড ফাইভে পড়াশোনা করছে। বিজ্ঞাপন, নাটক কিংবা চলচ্চিত্র সব জায়গাতেই সরব হয়ে নিয়মিত কাজ করতে চান মুক্তি। দুদিন আগে চিত্রনায়িকা রোজিনার বাসায় একটা তারকা আড্ডা বসে। সেখানেও হাজির ছিলেন তিনি। মুক্তি বলেন, দীর্ঘদিন পর চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হলো আমার। দীর্ঘ সময় পর দেখা হওয়ার কারণে অনেকের চোখে পানিও চলে এসেছিল। চলচ্চিত্রের প্রায় ৩০ জন পরিচিত মুখ একসঙ্গে মিলিত হওয়া, এটা আমার কাছে সত্যিই ভিন্ন রকম একটি অনুভূতি ছিল। দীর্ঘ সময় পর এমন আড্ডায় যোগ দিয়েছিলাম আমি। সময়টা বেশ ভালোই কেটেছে আমার। মুক্তি কাজে ফেরার কথা বললেও অনেক বুঝে শুনে কাজ করতে চান তিনি। কারণ তার মতে, আগের মতো গুণী পরিচালক এখন আর নেই। লম্বা সময়ে অনেক মানুষের পরিবর্তন হয়েছে। নতুন অনেক নির্মাতাও যোগ দিয়েছে এই শিল্পে। তাই ভালো কাহিনীর নাটক বা চলচ্চিত্রে নিয়মিত হতে চান। মানহীন কাজে সম্পৃক্ত হয়ে দর্শকদের হতাশ করতে চান না তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.